ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মানববন্ধন

সুচি এখন অশান্তির নেত্রী নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবি

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০১৭

সুচি এখন অশান্তির নেত্রী নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের পৈশাচিকতার তীব্র নিন্দা প্রকাশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ। শনিবার বিকেলে পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বরে জমায়েত হন ইমাম পরিষদের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বক্তৃতা দেন। এদিকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মানববন্ধন থেকে এসব নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মানববন্ধনে বক্তারা বলেন, সারাবিশ্বে মুসলিমদের কোণঠাসা করতে নির্যাতন-নিপীড়ন চলছে। সব নির্যাতন-নিপীড়ন ছাড়িয়ে গেছে মিয়ানমার সরকার ও সেখানকার উগ্র বৌদ্ধরা। গণহারে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। সম্ভ্রম হারাচ্ছেন হাজার হাজার নারী। প্রকাশ্যে গলা কাটা হচ্ছে শিশুদের। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে। এ অবস্থা সভ্য সমাজে একেবারেই বেমানান। অথচ সেখানকার নেত্রী আউং সান সুচি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি এখন শান্তির নেত্রী নন, অশান্তির নেত্রী। অবিলম্বে তার শান্তি পুরস্কার কেড়ে নেয়ার দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তারা নির্যাতিতদের আশ্রয় দেয়ায় সরকারকে সাধুবাদ জানান। একইসঙ্গে তাদের অধিকার আদায়সহ নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে সংগঠনের সভাপতি আনোয়ারুল করীম যশোরী সভাপতিত্ব করেন। বক্তৃতা রাখেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মোঃ ইয়াহিয়া, মাওলানা নাসিরুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘোরে। মিছিল থেকে নির্যাতন, গণহত্যা বন্ধে বিভিন্ন সেøাগান দেয়া হয়। মিছিল চলাকালে গোটা শহর যানজটে স্থবির হয়ে পড়ে। মৌলভীবাজার মিয়ানমারের রোহিঙ্গা হত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব ও নাগরিক সমাজ মৌলভীবাজার। শনিবার সকালে প্রেসক্লাবের সামনে সংগঠন দুটি পৃথক পৃথক ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে। মৌলভীবাজার প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, ডাঃ সাদিক আহমদ, বকশি মিসবাউর রহমান প্রমুখ। অপরদিকে নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সাদেক আহমদ, মকিস মনসুর প্রমুখ। পরে আউং সান সুচির কুশপুতুল দাহ করা হয়। নাটোর মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্বিচারে নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০টায় পাবনা-বনপাড়া মহাসড়কের ধানাইদহ বাজারে এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষ। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু, পাঁচবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যরা। এ সময় বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর এমন বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নি সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া আউং সান সুচির কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানান তারা। গাইবান্ধা রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে আগুন, লুটপাটের প্রতিবাদে শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ও মানবাধিকার সংরক্ষণ পরিষদ যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেএসডি জেলা সভাপতি লাসেন খান রিন্টু, পরিবেশ আন্দোলন জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগের প্রবীর চক্রবর্ত্তী, অঞ্জলী রানী দেবী, জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজী আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, এ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাংস্কৃতিক কর্মী আব্দুর রউফ, জেলা নাট্য পরিষদ সভাপতি মোঃ আলমগীর প্রমুখ। বক্তারা রোহিঙ্গাদের প্রতি এই নির্মম গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে আগুন, লুটপাট এবং তাদের উচ্ছেদ করার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরে যেতে পারে বক্তারা সেই দাবিও জানান। এছাড়া অবিলম্বে এই হত্যা, নির্যাতন বন্ধে জাতি সংঘের হস্তক্ষেপ কামনাসহ বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ফেরত যাওয়া এবং সেখানে নিরাপদে বসবাস করার সুযোগ দেয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বার্মিজ সেনাদের বর্বরতায় বিতারিত রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে বক্তারা মিয়ানমারের নেতা আউং সান সুচির শান্তির জন্য প্রাপ্ত নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার এবং গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে তার বিরুদ্ধে স্থানীয় জনগণের একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের দাবিও জানানো হয়। রংপুর মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী কবিতা উচ্চারণ হয়েছে। শনিবার বেলা ১১টায় রংপুর টাউন হল গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী কবিতা উচ্চারণ অনুষ্ঠিত হয়। ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’ এই উক্তিকে সামনে রেখে রংপুরের লেখক সমাজ এই প্রতিবাদের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন, সাহিত্যের কাগজ মৌচাকের প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল, বিশিষ্ট লেখক প্রফেসর শাহ আলম, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, কবি ও সাংবাদিক মইনুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক আনোয়ারুল ইসলাম রাজু, কবি মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রথীস চন্দ্র ভৌমিক বাবু সোনা, জাতীয় কবিতা পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক সুনীল রায়, বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সোহাগ, রংপুর জেলার সভাপতি এস এম সাথী বেগম, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, সহ-সভাপতি মতিয়ার রহমান, অভিযাত্রিকের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ইসহাক ইরানী, এডপাবলিকেশনের স্বত্বাধিকারী সাকিল মাসুদ, কবি ও লেখক এটিম মোর্শেদ, লেখক সংসদ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এলেন, ভালোবাসার কবি জোসেফ আখতার, কবি হেলেন আরা সিডনি, হাই হাফিজ, ডাঃ আতাউল হক প্রমুখ। বক্তারা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক না, তাই তাদের দায়িত্ব সেদেশের সরকারের। বাংলাদেশ মানবিক কারণে স্থান দিয়েছে, মানবিক কারণে স্থান দিয়ে বাংলাদেশ স্থান দিয়ে বিশ্বে বিরল ঘটনার জন্ম দিয়েছে। বিশ্ব নেতৃবৃন্দকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরত নেয়ার জন্য চাপ দিতে হবে। শুধু ত্রাণ পাঠিয়ে দিয়ে এবং পাশের থাকার কথা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। লেখকরা বলেন, রংপুরের লেখকরা শুধু কবিতা লিখেই ক্ষান্ত থাকে না, বরং দেশের প্রয়োজনে, মানবিক প্রয়োজনে মাঠে দাঁড়াতে পারে। অপরদিকে রংপুরে কওমী মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন থেকে রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের উদ্দেশে লংমার্চ করার ঘোষণা দেয়া হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতন, নারী শিশুদের গণহত্যা, ধর্ষণ, বাড়ি ঘরে আগুন দেয়ার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সামনে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত কওমী মাদ্রাসা পরিষদ, রংপুর। মানববন্ধনে কয়েক হাজার শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়। এর আগে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। পরে কওমী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরির সামনে নগরীর প্রধান সড়কে মানববন্ধনে অংশ দেয়। বক্তারা বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, ধর্ষণ আর তা-ব সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এজন্য দায়ী সে দেশের নেত্রী সুচি। অবিলম্বে গণহত্যা আর নির্যাতন বন্ধ করা না হলে মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। নওগাঁ মিায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন ও হত্যাকা-ের প্রতিবাদে শনিবার সকাল ১০টায় পোরশা উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা রোহিঙ্গা মুসলিম সংহতি পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে নেতৃত্ব দেন সংস্থাটির আহ্বায়ক মৌলানা হাফেজ আব্দুল হক। অপরদিকে শুক্রবার বিকেলে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিবাদ সভা করেছে। কুমিল্লা মিয়ানমারে অসহায় রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা জেলা ও মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচীতে নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার ছিরিকোট দরবার শরীফ খানকায়ে ক্বাদেরিয়া তৈয়্যেবিয়া, শাহপুর, মাইজভান্ডার, রেজভিয়া, বখশিয়া, সবুরিয়া, কাঁঠালিয়া, অলিতলাসহ বিভিন্ন দরবার শরীফ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মোয়াজ্জেম ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন, জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি এম.এ ওয়াহিদ সাবুরি, সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, উপদেষ্টা শাহ মোঃ আলমগীর খান, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মাওলানা আবদুল মান্নান, মাও. রফিকুল ইসলাম আনসারী, মাও. ইব্রাহিম জেহাদী, ব্যবসায়ী নেতা আবদুর রহমান, মানিক খন্দকার, আবুল বাসার, এনামুল হক প্রমুখ। তারা জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতাকে প্রাধান্য দিয়ে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘসহ বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। কচুয়া (চাঁদপুর) মিয়ানমারে মুসলামানদের অমানবিক হত্যা, পাশবিক অত্যাচার ও গণধর্ষণের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে কচুয়া পৌরসভার ডাকবাংলো সড়কে বেসরকারী সামাজিক সংগঠন আলোর মশালের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে রোহিঙ্গা মুসলামানদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে আল্লাহর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন সমবেত মুসল্লিগণ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধা, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, শাজুলিয়া দরবার শরীফের উপদেষ্টা অধ্যাপক মাওলানা শাহ মোঃ জাকির উল্লাহ শাজুলি, বাসদ কচুয়া শাখার আহ্বায়ক জয়দেব কর্মকার প্রমুখ। বরিশাল মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত হত্যাকা-, নারী ধর্ষণ, শিশুসহ গণহত্যা বর্বরতার বিরুদ্ধে বরিশালে মানববন্ধন কর্মসূচীসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জাগ্রত হোক মানবতার ব্যানারের আয়োজনে শনিবার বেলা এগারোটায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষর্থীরা নগরীর সদররোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শাকিব আহমেদ রুদ্রের সভাপতিত্বে বক্তারা সুচির নোবেল প্রত্যাহারসহ গণহত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি করেন। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশের সব বিত্তবানদের সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান করেন।
×