ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুলাউড়া সীমান্তে বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করল ভারতীয়রা

প্রকাশিত: ০৪:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০১৭

কুলাউড়া সীমান্তে বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করল ভারতীয়রা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৬ সেপ্টেম্বর ॥ মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে ইয়াছিন (২৮) নামে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, ইয়াছিন মিয়া কয়েক বন্ধুসহ সীমান্ত অতিক্রম করে ভারতের মূর্তিছড়ার কদমমোড়া গ্রামে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী চোর সন্দেহে ধাওয়া করলে সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও ভারতীয়রা ইয়াছিনকে ধরে পিটিয়ে হত্যা করে। নিহত ইয়াছিন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সঞ্জবপুর বেরীরপার গ্রামের মৃত ফেরন মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য কৈলাসহর থানায় রেখেছে। এ বিষয়ে শ্রীমঙ্গল ৪৬ নং বডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জি এম খালেদ হায়দার জানান, ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। এ বিষয়ে শনিবার দুপুরে কুলাউড়ার চাতলাপুর সীমান্তে বিএসএফের সঙ্গে চাতলাপুর চেকপোস্ট এলাকায় বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। লাশ ফেরত আনতে বিজিবি চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।
×