ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে বিএনপির সম্মেলন কেন্দ্র করে দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০৪:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

চাঁপাইয়ে বিএনপির সম্মেলন কেন্দ্র করে দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শনিবার সকালে পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলন চলাকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি হলের সামনে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলন শহরের সন্ধ্যা কমিউনিটি হলে চলাকালে জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে একটি মিছিল সম্মেলন স্থলে এসে পৌঁছলে কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ গ্রুপ ধাওয়া দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সম্মেলন কক্ষের অদূরে রাস্তার ওপর থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। উল্লেখ্য, সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলামের সভাপতিত্বে পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন শনিবার শহরের সন্ধ্যা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়াসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
×