ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাগাতার কর্মবিরতির ডাক

কুষ্টিয়ায় বাস থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার ॥ চালকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৪:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০১৭

কুষ্টিয়ায় বাস থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার ॥ চালকসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৬ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে র‌্যাব কোটি টাকার হেরোইনসহ বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদ পেয়ে র‌্যাব কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ ওই তিনজনকে গ্রেফতার করে। শনিবার সকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হেরোইনের চালান আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের যৌথ সভায় লাগাতার শ্রমিক কর্মবিরতি পালনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। র‌্যাব জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মাহাদী পরিবহনে বিপুল পরিমাণ হেরোইন কুষ্টিয়াতে আসছে- এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার বাসটি টার্মিনালে না নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ধরে পুনরায় চুয়াডাঙ্গার দিকে অগ্রসর হতে থাকে। বিষয়টি টের পেয়ে র‌্যাবের টহল দল বাসের পিছু ধাওয়া করে এবং কুষ্টিয়া সদরের বটতৈল এলাকায় বাসটিকে আটক ও বাসের ড্রাইভার মোঃ সোহেল রানা, সুপারভাইজার মোঃ ঠান্টু ও হেলপার মোঃ সাগরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের জিম্মায় হেরোইন আছে বলে র‌্যাবকে জানায়। পরবর্তীতে তারা গাড়ির টুলবক্সে রক্ষিত এক কেজি হেরোইন র‌্যাবের হাতে তুলে দেয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক কোটি টাকা বলে র‌্যাব জানায়। র‌্যাব জানায়, ওই আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়াসহ আশপাশের এলাকায় হেরোইন সরবরাহ করে আসছিল। অবৈধ মাদক পরিবহন ও সরবরাহের বিনিময়ে পরিবহন শ্রমিকরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। হেরোইনের প্রতিটি চালানে ২৫-৩০ হাজার টাকা পেত বলে ধৃত পরিবহন শ্রমিকরা র‌্যাবের কাছে স্বীকারোক্তি দেয়। তবে র‌্যাব মাদক ব্যবসায়ী গডফাদারদের কাউকে এখনও ধরতে পারেনি। এদিকে র‌্যাবের অভিযানে তিন পরিবহন শ্রমিককে গ্রেফতারের ঘটনায় মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়া ঘটনার প্রতিবাদে লাগাতার পরিবহন শ্রমিক কর্মবিরতি পালনের কর্মসূচী ঘোষণা করা হয়। শনিবার দুপুরে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আজগর আলী জানান, র‌্যাব সদস্যরা প্রকৃত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেফতার না করে নিরপরাধ পরিবহন শ্রমিকদের গ্রেফতার করে বার বার হয়রানি করছে। এছাড়া যে পরিবহনে মাদক পাওয়া যাচ্ছে আইনের মারপ্যাঁচে দিনের পর দিন সেই পরিবহনটিকে আটক রাখা হচ্ছে। ফলে মালিক-শ্রমিক উভয়ই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সভায় অবিলম্বে গ্রেফতারকৃত তিন পরিবহন শ্রমিকের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। র‌্যাব কুষ্টিয়া-১২ ইউনিটের কমান্ডিং অফিসার মেজর রবিউল ইসলাম জানান, মাদকদ্রব্য বিরোধী অভিযানসহ সন্ত্রাসী কর্মকা- ও জঙ্গীবাদ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলসহ আইন-শৃঙ্খলাবিরোধী যে কোন অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি জানান।
×