ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চট্টগ্রামবাসীর প্রতি মহিউদ্দিনের আহ্বান

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চট্টগ্রামবাসীর প্রতি মহিউদ্দিনের আহ্বান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ভয়াবহ জাতিগত নিপীড়নের ফলে মিয়ানমার থেকে প্রায় চার লাখেরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়েছে। তারা এখন মানবেতর জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় তাদের এ দেশে আশ্রয় দিয়েছেন এবং আর্তমানবতার সেবায় তাদের পাশে দাঁড়িয়েছেন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদও মাতৃভূমি থেকে বিতাড়িত বিপন্ন রোহিঙ্গাদের মানবিক সাহায্য-সহায়তা প্রদান করবে। এই লক্ষ্যে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। শনিবার সকালে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মধ্যে মানবিক সাহায্য প্রদানকল্পে তিনি নগরবাসীর প্রতি চাল-ডাল, ভোগ্য খাদ্যপণ্য, বস্ত্র ও অন্যান্য ত্রাণসমাগ্রী তার চশমা হিলস্থ বাসভবনে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পৌঁছে দেয়ার অনুরোধ জানান। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে বিতরণ করা হবে। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে এক কোটিরও বেশি বাঙালী জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাই প্রতিটি বাঙালী রোহিঙ্গা শরণার্থীদের কষ্ট ও মর্মজ্বালা অনুভব করে। ১৯৭১ সালে আমরা হানাদার পাকিস্তানী বাহিনীর জাতিগত নিপীড়নের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছি এবং বাংলাদেশ স্বাধীন করেছি। তাই আমরা সকল দেশে জাতিগত নিপীড়নের বিরুদ্ধে লড়াইরত মানুষের স্বপক্ষে অবস্থান নিতে নৈতিকভাবে দায়বদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সাহায্য প্রদানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যক্রমে চট্টগ্রামবাসী সর্বাত্মক সহায়তা করবে। সভায় উপস্থিত ছিলেন- মোহাম্মদ ইউনুছ, আহমেদুর রহমান সিদ্দিকী, অমল মিত্র, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেসাল, এমএ মনসুর, পান্টু লাল সাহা, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মোঃ শহিদুল আলম, জহর লাল হাজারী, শেখ শহিদুল আনোয়ার, আবুল মনসুর, ফরিদ মাহমুদ, তপন বড়ুয়া প্রমুখ। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন।
×