ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোট ভাঙ্গার চেষ্টা হচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৩:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

২০ দলীয় জোট ভাঙ্গার চেষ্টা হচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের রাজনীতি স্তিমিত করতে কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি আমিনুর রহমানসহ সকল নিখোঁজ রাজনৈতিক নেতাকর্মীর সন্ধান করে তাদের পরিবারের কাছে ফেরত দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও ২০ দলীয় জোট ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে। তবে অতীতেও এ চেষ্টা করা হয়েছে কিন্তু তা সফল হয়নি। জোট আছে এবং থাকবে। তবে জোট নেতাদের ভয় দেখাতে কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করা হয়েছে। তিনি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে যদি কেউ গুম হয়ে যায় তাকে খুঁজে বের করা। কিন্তু তা করা হচ্ছে না। ফখরুল অভিযোগ করেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করছে। এত বড় একটা সমস্যা, অন্য যে কোন দেশের সরকার হলে অবশ্যই সব রাজনৈতিক দলের একটা জরুরী সভা ডাকত এবং সেখানে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করত। তিনি বলেন, আমিনুর রহমানসহ সব গুমের ঘটনায় সাধারণ মানুষ যাদের সন্দেহ করছে, আমরাও তাদের সন্দেহ করছি। কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে কাউকে আমরা দোষারোপ করব না। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গুম শুরু হয়েছে গুম। দুর্ভাগ্যজনকভাবে এখন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশে কোন মানুষের নিরাপত্তা নেই। এ সরকারের আমলে চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের ৩ শ’র কাছাকাছি নেতাকর্মী গুম হয়েছে। গুম হচ্ছে মানবতাবিরোধী জঘন্য অপরাধ। রোহিঙ্গা ইস্যুটি ভয়াবহ অবস্থা তৈরি করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকার তা মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বারবার আহ্বান জানিয়েছি রোহিঙ্গা ইস্যু মোকাবেলা করতে জাতীয় ঐক্য তৈরি করা হোক। কিন্তু সরকার তা না করে রোহিঙ্গাদের বিএনপির পক্ষ থেকে ত্রাণ দিতেও বাধা দিচ্ছে। সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ২৭ আগস্ট নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সাভারে নিজ বাসার উদ্দেশে রওনা হয়ে এখনও বাসায় পৌঁছেননি এম এম আমিনুর রহমান। তাকে সন্ধান করে দল ও পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি। ফখরুল বলেন, আমিনুর রহমান সরকারের জন্য কোন থ্রেট ছিল না। তবুও তাকে গুম করা হয়েছে। এর মাধ্যমে ২০ দলকে এটিই বোঝানোর চেষ্টা হচ্ছে, তোমরা বেশি নড়াচড়া করলে তোমাদের গুম করে দেয়া হবে। নির্বাচন সামনে রেখে তা করা হচ্ছে। তিনি বলেন, আমরা যখন রাজনৈতিক কর্মসূচী নিয়ে অগ্রসর হই তখনই আমাদের নেতাকর্মীদের গুম করে ফেলা হয়। দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যই পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাদের গুম করা হচ্ছে। ফখরুল বলেন, এভাবে সবাই যদি হারিয়ে যায় তাহলে র্র্নিাচন করবে কারা? আজ কল্যাণ পার্টির মহাসচিব গুম হয়ে গেছেন, কাল আরেকজন গুম হয়ে যাবেন। একে একে আমরা সবাই গুম হয়ে যাব। কেউ রেহাই পাবো না। এভাবে চলতে পারে না। সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিপি সভাপতি খন্দকার গোলাম মোর্র্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি অধ্যাপক রেহেনা প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া।
×