ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়াকে হুমকি দেয়া থেকে বিরত থাকুন ॥ চীন

প্রকাশিত: ০৩:২৭, ১৭ সেপ্টেম্বর ২০১৭

উ. কোরিয়াকে হুমকি দেয়া থেকে বিরত থাকুন ॥ চীন

যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়াকে হুমকি দেয়া থেকে বিরত থাকতে হবে বলে চীনের রাষ্ট্রদূত শুক্রবার ওয়াশিংটনকে জানিয়েছেন। উত্তর কোরিয়া মাত্র একদিন আগেও জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। খবর গার্ডিয়ানের। রাষ্ট্রদূত চুই তিয়ানকাই দূতাবাসের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, সত্যিকার অর্থে, আমি মনে করি, বিষয়টি নিয়ে বাস্তব, কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের বর্তমানের চেয়েও বেশি কিছু করা উচিত। তাদের উচিত এভাবে হুমকি দেয়া থেকে বিরত থাকা। তিনি বলেন, তাদের উচিত সংলাপ ও আলোচনা শুরুর জন্য কার্যকর উপায়সমূহের পথ খুঁজে বের করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সহযোগী রাষ্ট্রগুলো চীনকে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচীর বিষয়ে পুনরায় সহযোগিতা করতে চীনের কমিউনিস্ট মিত্রদের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য আহবান জানিয়েছেন। চীন ১৯৫০-৫৩ সালে কোরিয়ান যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে করে। ওই যুদ্ধে চীনা নেতা মাও সেতুং তার বড় ছেলেকে হারান। বেজিং দীর্ঘদিন ধরে পিয়ংইয়ংয়ের প্রধান মিত্র ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। তবে চীন সরকার পিয়ংইয়ংয়ের ওপর তাদের কোন নিয়ন্ত্রণ রয়েছে এমন ধারণা অস্বীকার করেছে। তারা বলছে, উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকেই আরও বেশি কিছু করা উচিত। ট্রাম্প চলতি মাসের শুরুতে টুইট করেন, উত্তর কোরিয়ার সঙ্গে যে সব দেশ ব্যবসা-বাণিজ্য করে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করার কথা বিবেচনা করছে। চুই তিয়ানকাই উত্তর কোরিয়ার নাম উল্লেখ করে বলেন, ‘ডিপিআরকে’র বিষয় নিয়ে কেউ যদি চীনের ওপর চাপ সৃষ্টি বা নিষেধাজ্ঞা জারি করে, মার্কিন বহু নাগরিক তা সমর্থন করবে না। চুইয়ের বক্তব্যের বরাত দিয়ে শিনহুয়া জানায়, যুক্তরাষ্ট্রের বিমান কারখানার কর্মী, সয়াবিন উৎপাদনের কৃষক, চীনে স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান, চীনের বৃহত্তম মার্কেটে সরবরাহকারী প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সেবাকর্মের সঙ্গে জড়িত সেসব প্রতিষ্ঠান যারা চীনে উদ্বৃত্ত মুনাফা অর্জন করেছে, এরা সকলেই এর বিরুদ্ধে যাবেন।
×