ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসরাইলের সঙ্গে পরমাণু সহযোগিতা বন্ধ করুন ॥ ইরান

প্রকাশিত: ০৩:২৬, ১৭ সেপ্টেম্বর ২০১৭

ইসরাইলের সঙ্গে পরমাণু সহযোগিতা বন্ধ করুন ॥ ইরান

পরমাণু প্রযুক্তি সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সেই সঙ্গে ইসরাইলের সঙ্গে সব ধরনের পরমাণু সহযোগিতা বন্ধ করার জন্যও আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ওয়েবসাইট। ভিয়েনায় জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএর সদর দফতরে এই সংস্থার নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলের পরমাণু কর্মসূচী মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। নাজাফি বলেন, ইসরাইলের পরমাণু কর্মসূচীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো সব সময় তীব্র আতঙ্কের মধ্যে থাকে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য তিনি আইএইএর প্রতি আহ্বান জানান। নাজাফি আরও বলেন, ইসরাইলের পরমাণু বিজ্ঞানীরা পশ্চিমা পরমাণু অস্ত্রধর দেশগুলোর পারমাণবিক কেন্দ্রগুলোতে নিয়মিত যাতায়াত করেন। অথচ যেসব দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেছে তেলআবিব সেসব দেশের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় কর্মরত বিজ্ঞানীদের হত্যা করছে।
×