ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসল্যান্ডে সরকার পতন

প্রকাশিত: ০৮:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

আইসল্যান্ডে সরকার পতন

জনকণ্ঠ ডেস্ক ॥ এক শিশু যৌন নিপীড়কের পক্ষে প্রধানমন্ত্রী বিয়ানি বেনেডিক্টসনের বাবার সুপারিশ নিয়ে ক্ষোভ থেকে আইসল্যান্ডের জোট সরকারের পতন হয়েছে। শরিক দল মধ্যপন্থি ব্রাইট ফিউচার পার্টি শুক্রবার এক ফেসবুক পোস্টে সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের পোস্টে সরকার ছাড়ার কারণ হিসেবে ‘আস্থার গুরুতর বরখেলাপের’ কথা বলেছে দলটি। ব্রাইট ফিউচার ও রিফর্ম পার্টিকে নিয়ে গত জানুয়ারিতে সরকার গঠন করেছিলেন ইনডিপেনডেন্স পার্টির নেতা বেনেডিক্টসন। ৬৩ আসনের পার্লামেন্টে এই তিন দলের ৩২ আসন রয়েছে, যার মধ্যে চারটি ব্রাইট ফিউচারের। শিশু যৌন নিপীড়নে দ-িত হিয়ালতি সিকর্জঅন হাকসনের দায়মুক্তি চেয়ে করা আবেদনের পক্ষে বেনেডিক্টসনের বাবা বেনেডিক্ট সেভেইনসনের সুপারিশের কথা প্রকাশের পরদিন সরকার ছাড়ল দলটি।
×