ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইটি ডটকম ডেস্ক

ফেসবুকের এ্যাপগুলো বিশ্বে সব থেকে জনপ্রিয়

প্রকাশিত: ০৬:৪২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ফেসবুকের এ্যাপগুলো বিশ্বে সব থেকে জনপ্রিয়

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এ্যান্ড্রয়েড এ্যাপের তালিকায় আধিপত্য রেখেছে ফেসবুক। শীর্ষ ১০ তালিকার ৬টিই ফেসবুক ও এর অধিগ্রহণ করা সেবাগুলো। তবে ওই তালিকায় একেবারে শীর্ষে হয়েছে হোয়াটসঅ্যাপ। বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান স্টাটিস্টা ডটকম প্রিওরি ডেটার জরিপ তথ্যে এ্যাপগুলোর এই অবস্থানের কথা জানিয়েছে। চলতি বছরের জুনে করা জরিপ ডেটায় এই তালিকা করা হয়েছে। এতে দেখা যায়, শীর্ষে থাকা হোয়াটসএ্যাপ ওই এক মাসে প্লেস্টোর হতে প্রায় ৯৬ দশমিক ৩০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যাসেঞ্জার ও ফেসবুক এ্যাপ যথাক্রমে ৭৫ দশমিক ৬৭ এবং ৩৯ দশমিক ৯৩ মিলিয়ন ডাউনলোড হয়েছে। এছাড়া সপ্তম ও দশম স্থানে থাকা ফেসবুক লাইট ও ম্যাসেঞ্জার লাইট যথাক্রমে ২৮ দশমিক ২৬ এবং ১০ দশমিক ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইন্সটাগ্রাম। এটি একই সময়ে ৩৫ দশমিক ৭২ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে ভিডিও শেয়ারিং সেবা স্ন্যাপচ্যাট। এছাড়া ফিডগেট স্পিনার ২২ দশমিক ৮০ মিলিয়ন ডাউনলোড নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অষ্টম ও নবম স্থানে থাকা সাবওয়ে সাফারস ও স্পটিফাই মিউজিক যথাক্রমে ১২ দশমিক ১৮ মিলিয়ন এবং ১০ দশমিক ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে।
×