ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৬:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দ্বিতীয় অধ্যায় প্রস্তুতি-১ বহুনির্বাচনী-৩০ (পূর্ব প্রকাশের পর) ১৪। মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল? (ক) ২ভাগে (খ) ৩ভাগে (গ) ৪ভাগে (ঘ) ৫ভাগে। ১৫। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রর পূর্ব নাম- (ক) ঢাকা সম্প্রচার কেন্দ্র (খ) চট্টগ্রাম সম্প্রচার কেন্দ (গ) আকাশবাণী সম্প্রচার কেন্দ্র (ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র । ১৬। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করার কারণ- (র) অস্ত্র সংগ্রহ (রর) যুদ্ধের পক্ষে জনমত গঠন (ররর) বিদেশিদের সমর্থন আদায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ১৭। ১৯৭১ সালে ২৫মার্চ রাতে কত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয় ? (ক) ৪ থেকে ৫ হাজার (খ) ৫ থেকে ৬ হাজার (গ) ৬ থেকে ৭ হাজার (ঘ) ৭ থেকে ৮ হাজার। ১৮। মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান- (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) সৈয়দ নজরুল ইসলাম (গ) ক্যাপ্টেন মনসুর আলী (ঘ) অধ্যাপক ইউসুফ আলী। ১৯। নিলয়ের মামা ১৯৭১সালে নৌবাহিনীতে চাকরিরত অবস্থায় যুদ্ধ করেন।তিনি কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন? (ক) ৫নং সেক্টর (খ) ৭নং সেক্টর (গ) ১০নং সেক্টর (ঘ) ১১নং সেক্টর। ২০। ২৫মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে পূর্বশর্তগুলোর মধ্যে ছিল- (র) সামরিক শাসন প্রত্যাহার (রর) গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর (ররর) সেনাবাহিনীদের বেতন বৃদ্ধি। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ২১।’ অপারেশন জ্যাকপট’ কীসের নাম ? (ক) অনুষ্ঠানের (খ) বিমান আক্রমন (গ) পরিকল্পনার (ঘ) অভিযানের। ২২। ’কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন ? (ক) খালেদ মোশাররফ (খ) জিয়াউর রহমান (গ) জেনারেল ওসমানী (ঘ) কে.এম. সফিউল্লাহ। ২৩। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ? (ক) ১নংসেক্টর (খ) ২নংসেক্টর (গ) ৩নংসেক্টর (ঘ) ৪নংসেক্টর। ২৪। মুজবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ? (ক) তাজউদ্দিন আহমদ (খ) খন্দকার মোশতাক (গ) এম.মনসুর আলী (ঘ) এ.এইচ.এম.কামারুজ্জামান। ২৫। কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? (ক) ১০মার্চ ১৯৭০ (খ) ১০এপ্রিল ১৯৭১ (গ) ১৭এপ্রিল ১৯৭১ (ঘ) ২০মে ১৯৭১। ২৬। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ? (ক) ৬ ডিসেম্বর ১৯৭১ (খ) ৭ ডিসেম্বর ১৯৭১ (গ) ৮ ডিসেম্বর ১৯৭১ (ঘ) ৯ ডিসেম্বর ১৯৭২। ২৭। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? (ক) শেখ মুজিবুর রহমান (খ) তাজউদ্দিন আহমদ (গ) খন্দকার মোস্তাক (ঘ) এম মনসুর আলী। ২৮। কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন? (ক) ১০এপ্রিল ১৯৭০ (খ) ১০এপ্রিল ১৯৭১ (গ) ১৭এপ্রিল ১৯৭১ (ঘ) ২০এপ্রিল ১৯৭১ । উত্তর ঃ ১(খ), ২(ঘ), ৩(গ), ৪(খ), ৫(ঘ), ৬(ক), ৭(ঘ), ৮(খ), ৯(ক), ১০(ঘ), ১১(ক), ১২(ক), ১৩(গ), ১৪(ক), ১৫(ঘ), ১৬(খ), ১৭(ঘ), ১৮(ঘ), ১৯(গ), ২০(খ), ২১(ঘ), ২২(ক), ২৩(খ), ২৪(গ), ২৫(খ), ২৬(ক), ২৭(খ), ২৮(গ)।
×