ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রহ্মপুত্রে নৌকাবাইচ

প্রকাশিত: ০৬:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ব্রহ্মপুত্রে নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ পুরনো ব্রহ্মপুত্র নদে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। বিজিবির উদ্যোগে এই প্রতিযোগিতায় বিএসএফ, বিজিবি ও বেসামরিক নৌকার ৮টি দল অংশ নেয়। বিজিবি সেক্টর সদর দফতর ময়মনসিংহের সামনে থেকে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান পর্যন্ত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি। রানারআপ হয়েছে বিএসএফ। প্রতিযোগিতায় আলাদা ক্যাটাগরিতে প্রথম হয়েছে জামালপুরের চোট গোয়াতলার মেহের আলীর দল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে শেরপুর জেলার কুতুব আলী দল ও কিশোরগঞ্জের চরপাকুন্দিয়ার আব্দুস সাত্তার চেয়ারম্যানের দল। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ভুতুড়ে নগরী নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৫ সেপ্টেম্বর ॥ কয়েকদিন ধরে রাঙ্গামাটি পৌর শহরের অধিকাংশ স্ট্রিট লাইট জ্বলছে না। ফলে পর্যটন নগরী এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। রাঙ্গামাটি অন্যতম সৌন্দর্য এলাকা ফিশারি বাঁধ এলাকায় গত কয়েকদিন ধরে রাতে পৌর সভার কোন স্ট্রিট লাইট জ্বলছে না। ফলে রাতের আঁধারে শহরবাসীকে নানা দুর্ভোগ সয়ে পথ চলতে হচ্ছে। বর্তমানে শহরের তবলছড়ি, বনরূপা ও বির্জাভ বাজার এলাকায় কিছু লাইট জ্বলে। শহরের অধিকাংশ অলি গলিতে কোন লাইট জ্বলছে না। ফলে পথচারীকে অন্ধকারে নানা খানাখন্দের মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। গত ১৩ জুনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর হঠাৎ করে শহরে বাতি ব্যবস্থা ভেঙ্গে পড়ায় শহরবাসী বিপাকে পড়েছে।
×