ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে ছেলের আত্মতহ্যা

প্রকাশিত: ০৬:১৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে ছেলের আত্মতহ্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ সেপ্টেম্বর ॥ সাভারে মায়ের কাছে নেশা করার টাকা না পেয়ে অভিমানে একমাত্র ছেলে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর খনিজনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে ওই এলাকাস্থ একটি কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল মোতালেবের একমাত্র ছেলে মহসিন মিয়া (২৪) তার মা জামিলা খাতুনের কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু মা টাকা দিতে অপরগতা প্রকাশ করলে বিকেলে মহসিন টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাভার ল্যাব জোন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কর্মী মাসুম হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ ২২ আসামি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আভ্যন্তীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোঃ মাসুম হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত মাসুমের মা আতিয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শাহপরান থানায় এ মামলা দায়ের করেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীকে। এছাড়াও এজাহার নামীয় ৯ জন এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুরে শিবগঞ্জের লামাপাড়া এলাকায় জাকারিয়া মোঃ মাসুম প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যায়।
×