ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

নাটোরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ সেপ্টেম্বর ॥ বড়াইগ্রামে ইউপি সদস্য রেজাউল ও তার সহযোগীদের কেবলস্ মালিক ও অপারেটরদের উপর হয়রানি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে এবং প্রতিকার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কেবলস্ মালিক ও অপারেটররা। বড়াইগ্রাম উপজেলা কেবলস্ টিভি নেটওয়ার্কের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় উপজেলার কয়েন বাজারে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ধানাইদহ বাজার প্রদক্ষিণ করে পুনরায় কয়েন বাজারে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েন বাজার কেবলস্ টিভি নেটওয়ার্কের সভাপতি আব্দুস সামাদ মিঠু, বনপাড়া কেবলস্ টিভি নেটওয়ার্কের ব্যবসায়ী রহিজুল ইসলাম, চানপুর কেবলস্ টিভি নেটওয়ার্কের মালিক জুয়েল রানা ও হাসানসহ অন্যারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বড়াইগ্রামের নগর ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল মেম্বার কয়েন বাজার কেবলস্ টিভি নেটওয়ার্কের (কেসিএন) মালিক আব্দুস সামাদ মিঠুর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানাইদহ বাজারে মিঠুর কেবলস্ অফিস বন্ধ করে তালা ঝুলিয়ে রেজাউল মেম্বার ও তার সহযোগীরা। এছাড়া ওইদিনই চানপুরে কেবলস্ কর্মী সাজেদুল ইসলামকে কেবলস্রে লাইন মেরামত করতে গেলে তাকে রেজাউল মেম্বার নিজে তাকে পিটিয়ে আহত করে।
×