ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দমন করা হবে ॥ মেনন

প্রকাশিত: ০৬:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দমন করা হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বেসরকারী বিমান ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ আজ রোহিঙ্গা সমস্যা নিয়ে বড় ধরনের এক সংকটে রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছেন। মন্ত্রী বলেন, আমাদের চট্টগ্রাম নিয়ে বহু পূর্ব থেকেই ষড়যন্ত্র চলছে। তারই ধারাবাহিকতায় ১৯৭৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রাখাইনে নির্যাতন করে রোহিঙ্গাদের এদেশে ঠেলে দেয়া হচ্ছে। যতদিন শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে এগিয়ে যেতে পারবে না। এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করা হবে। সন্ত্রাস-সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদবিরোধী সংগ্রাম জোরদার করার লক্ষ্যে আগামী ২৫ নবেম্বর ওয়ার্কার্স পার্টির ঢাকার কেন্দ্রীয় জনসভা সফল করার জন্য বরিশাল জেলা কমিটির আয়োজনে শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আমরা ২০০৮ সালের নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করেছি। একইভাবে ২০১৪ সালের নির্বাচন সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছি। বিএনপি-জামায়াত অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-কে প্রতিটি ভোটারের কাছে উপস্থাপন করতে হবে। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পলিট ব্যুরো এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লা এমপি, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান এমপি, বজলুর রহমান মাস্টার, শাহজাহান তালুকদার প্রমুখ।
×