ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে বাসচাপায় যুবদল নেতাসহ নিহত দুই

প্রকাশিত: ০৬:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

সাভারে বাসচাপায় যুবদল নেতাসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ সেপ্টেম্বর ॥ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ ২ ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে যুবদলের আরেক নেতা। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি লালন হাওলাদার রাজন (৩০) ও সহ-সম্পাদক হাসান মিয়া (২৮) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকাস্থ ‘লালন’ সিএনজি পাম্প থেকে মোটরসাইকেলে তেল ভরে মহাসড়কের জোরপুল দিয়ে ইউটার্ন নেয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাজনকে মৃত ঘোষণা করেন। হাসান মিয়া চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা রাজনের মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন। নিহত রাজান তেঁতুলঝোড়ার জয়নাবাড়ি এলাকার ওলিউল্লাহ হাওলাদারের ছেলে। অপরদিকে, শুক্রবার ভোর রাতে মহাসড়কের ‘সিএ্যান্ডবি’ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাতনামা অপর এক ব্যক্তি নিহত হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। চট্টগ্রামে মায়ের কোল থেকে পড়ে শিশু স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর কোতোয়ালি থানা সিনেমা প্যালেস এলাকায় ট্রাকের ধাক্কায় রিক্সারোহী নারীর কোল থেকে পড়ে করুণ মৃত্যু হয়েছে এক শিশুর। নিহত মোজাম্মেল হোসেন (২) সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী বিল্লাল হোসেনের পুত্র। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে সিনেমা প্যালেস মোড়ে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় বিপরীতমুখী একটি রিক্সাযাত্রী নারীর কোল থেকে পড়ে যায় দুই বছরের শিশু মোজাম্মেল। শিশুটির মা তাকে এবং এক মামাত ভাইকে নিয়ে নিজ বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করেছিলেন। ট্রাকের ধাক্কায় পড়ে যাওয়া শিশুটি গুরুতর আহত হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুরে ড্রাইভারসহ দুই নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গেছে। শুক্রবার ভোরে রংপুর-বগুড়া মহাসড়কের পীরগঞ্জের খেজমতপুরে মালবাহী ট্রাক উল্টে গিয়ে ট্রাক ড্রাইভার মারা যায়। অপরদিকে রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। পীরগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের খেজমতপুর নাম স্থানে মালবাহী ট্রাক উল্টে যায়। এতে সিরাজগঞ্জের বড় সারিয়া বাড়ির ট্রাক ড্রাইভার বাবলু মিয়া (৪৫) ঘটনাস্থলে মারা যায়। হেলপার আহত হয়। পরে বাবলু মিয়ার লাশ সিরাজগঞ্জে পাঠানো হয়। অপরদিকে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বিষু মৌজার ভূমিহীন তমেজ উদ্দীনের দ্বিতীয় ছেলে ফরিদুল ইসলাম মীরবাগ কাউনিয়ার মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েন। শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা এক্সপ্রেস ট্রেন এসে তার ওপর দিয়ে যায়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সিলেটে গ্রাম পুলিশ স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোয়াইনঘাট উপজেলার পীরেরবাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। নিহত বারিক মিয়া (৪২) গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বারিক মিয়া গোয়াইনঘাট উপজেলার পাতনি গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে। পুলিশ জানায়, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি থেকে সিলেটগামী একটি ট্রাক পীরের বাজার নামক স্থানে তাকে চাপা দিলে ঘটনাস্থলই তার মৃত্যু হয়। বারিক মিয়া পীরের বাজারে পাহারাদারের দায়িত্বে ছিলেন। টাঙ্গাইলে কাভার্ড ভ্যানচালক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, কালিহাতীর সরাতৈল এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আর এ ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।বঙ্গবঙ্গ সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাককে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক মারা যায়। পীরগঞ্জে কিশোর সংবাদদাতা পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে জানান, শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজারে নসিমন ও অটো ইজিবাইক সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত কিশোর নাঈম গরুরা গ্রামের বাবুলের পুত্র বলে জানা গেছে। গুরুতর আহত আইনুল হক, সাদেকুল, ইউসুফ, আইনুল ইসলাম ও মাহাবুব ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
×