ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় কেরানীগঞ্জের রাস্তাঘাট

প্রকাশিত: ০৬:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় কেরানীগঞ্জের রাস্তাঘাট

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ॥ বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুর দক্ষিণ পাদদেশে কদমতলী ও চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দেখলে মনে হয় এটা মহাসড়ক না, খাল। নালা-নর্দমা, পুকুর অপরিকল্পিতভাবে ভরাট হওয়াই এ জলাবদ্ধতার মূল কারণ। তাছাড়া প্রধান সড়কের উপর পানি নিষ্কাশনের তিনটি কালভার্ট কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও সড়কের দুই পাড়ের প্রভাবশালীরা বন্ধ করে দিয়েছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তি পোহাচ্ছে। সেতু এলাকার নালা, ড্রেন, বহুতল ভবন ও সিট কারখানা গড়ে উঠেছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা করেনি। বরং আগের তৈরি কালভার্টগুলোও রাস্তার দুই পাড়ের ব্যবসায়ীরা গড়ে তুলেছে বহুতল ভবন, সিট ব্যবসা, কমিউনিটি সেন্টার ও অবৈধ বাসস্ট্যান্ড। দ্বিতীয় সেতুর দক্ষিণের পাদদেশে থেকে কদমতলী চৌরাস্তা, ডাকপাড়া, মনু বেপারির ঢাল এবং ভাগনা এলাকার দক্ষিণাঞ্চল সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দিয়ে প্রতিদিন কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, ও বরিশালের শত শত যাত্রীবাহী এবং মালবাহী যানবাহন, চলাচল করে। এছাড়া কেরানীগঞ্জ উপজেলার ২৫ লাখ লোকের বসতি। তাদের উপার্জনের একমাত্র স্থান রাজধানী ঢাকা। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, ব্যস্ততম এই সড়কে দক্ষিণাঞ্চলের শত শত যানবাহন যাতায়াত করে। চুনকুটিয়া চৌরাস্তা থেকে কদমতলী বুড়িগঙ্গা ২য় সেতু পর্যন্ত রাস্তায় খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়া যায় সৃষ্টি হয়ে দীর্ঘ যানজটের। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। শীঘ্রই এর সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি জানান।
×