ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:১১, ১৬ সেপ্টেম্বর ২০১৭

শরীয়তপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৫ সেপ্টেম্বর ॥ শুক্রবার সকালে জাজিরা থানা পুলিশ উপজেলার কাজিরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে উজ্জ্বল মোল্যা নামের এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। নিহত উজ্জ্বল মোল্যা পিরোজপুর জেলার সরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি গ্রামের আফজাল মোল্যার পুত্র। আবজাল মোল্যা তার ছেলে উজ্জ্বল মোল্যাকে নিয়ে প্রায় ২৫ বছর যাবত কাজিরহাটে কাঠের ব্যবসা করে আসছে। জানা গেছে, কাজিরহাটের ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গেই একটি বাসায় থাকতেন উজ্জ্বল মোল্যা। সকালে দোকান কর্মচারী রাকিব হোসেন দোকান মালিক উজ্জ্বলের ঘরে বাইরে থেকে তালা দেয়া অবস্থায় দেখে বাজারের অন্য ব্যবসায়ীদের জানায়। এরপর বাজারের ব্যবসায়ীরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে গিয়ে উজ্জ্বলের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মাধবপুরে মাদক আস্তানায় যুবক সংবাদদাতা মাধবপুর হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার নয়াপাড়া কররা গ্রামের শীর্ষ মাদক বিক্রেতা হাবিবের আস্তানায় কামরুল ইসলাম সোহাগ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার ইটাখোলা গ্রামের মৃত মাশুক মিয়ার ছেলে। শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাবিবের ছেলে খোকন মিয়া ও নিহত সোহাগ মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে খোকন তার সহযোগীদের নিয়ে সোহাগকে পিটিয়ে হত্যা করে। নোয়াখালীতে নারী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, সেনবাগ উপজেলায় নূর জাহান (৬৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ আঁখি আক্তারকে থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত নূর জাহান উপজেলার কাবিলুপর ইউনিনের ইয়ারপুর গ্রামের ছিদ্দিক উল্যাহর স্ত্রী। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। দুই ছেলে ও এক মেয়ের সংসার। ছেলে দুইজন ওমান প্রবাসী। মেয়েরও বিয়ে হয়েছে। ছোট ছেলে এনায়েত উল্যাহ টিপু তিন দিন আগে বিদেশে গেছেন। ভাবিও তাঁকে বিদায় জানাতে চট্টগ্রাম গিয়ে বাবার বাসায় থেকে যান। নিহত নূর জাহানের দেবর আনোয়ার হোসেন জানান, ভাবি রাতে পাশের বাড়ির রিয়াকে (৮) নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। ভোরের দিকে ওই মেয়ের চিৎকারে তাঁরা এগিয়ে এসে দেখেন বসতঘরের ভেতর রান্নাঘরে ভাবির গলাকাটা লাশ পড়ে আছে। কারা এ হত্যাকা-ের সঙ্গে জড়িত তা তাঁরা বুঝতে পারছেন না বলে জানান তিনি।
×