ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যায় ভেঙ্গে পড়া সড়কে সাঁকো তৈরি করলেন এলাকাবাসী

প্রকাশিত: ০৬:১১, ১৬ সেপ্টেম্বর ২০১৭

বন্যায় ভেঙ্গে পড়া সড়কে সাঁকো তৈরি করলেন এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ সেপ্টেম্বর ॥ গঙ্গাচড়ায় সাম্প্রতিক বন্যায় অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়েছে। বিশেষ করে তিস্তার চরাঞ্চলসহ গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে এখনও সেখানে পানি বিরাজ করায় যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বাধ্য হয়ে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলার আলেমার বাজার এলাকায় নিজ উদ্যোগে তৈরি করেছেন বাঁশের সাঁকো। পাকা সড়কের ভেঙ্গে যাওয়া অংশে তারা এখন ওই সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। এলাকাবাসী জানায়, বন্যায় গঙ্গাচড়ার মর্নেয়া ইউনিয়নের আলেমার বাজার এলাকার পাকা সড়ক পানির তোড়ে ভেঙ্গে যায়। এতে বাজারের ৪০টি দোকান ক্ষতিগ্রস্তসহ ওই এলাকার প্রায় অর্ধশত পরিবারের বাড়িঘর বিলীন হয়ে যায়। পাকা সড়কের ১০০ ফুট এলাকাজুড়ে গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে সেখানে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দুর্ভোগের শিকার হতে হয় তাদের। দুর্ভোগের হাত থেকে বাঁচতে এলাকাবাসী নিজ উদ্যোগে সেখানে বাঁশের সাঁকো তৈরি করেন। মর্নেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, বন্যায় আলেমার বাজার এলাকায় স্থানীয় লোকজনদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির তোড়ে এলাকাটি প্রায় নিশ্চিহ্ন হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি তারা। তারপরও যোগাযোগের সুবিধার্থে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের সাঁকোটি তৈরি করেছে।
×