ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবাধিকার বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৬:১০, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মানবাধিকার বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ সেপ্টেম্বর ॥ দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে শুক্রবার বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের উদ্যোগে আদিবাসীদের সত্ত্বা, ভূমি ও মানবাধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ল্যান্ড ইজ লাইফ’ নামক একটি বেসরকারী সংগঠনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি খগেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সহসভাপতি স্বপন হাজং, সাংগঠনিক সম্পাদক সোহেল হাজং, বিশিষ্ট লেখক ও আদিবাসী গবেষক মতিলাল হাজং প্রমুখ।
×