ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়া নদীতে বেড়েই চলছেডাকাতি

প্রকাশিত: ০৬:০৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

তেঁতুলিয়া নদীতে বেড়েই চলছেডাকাতি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৫ সেপ্টেম্বর ॥ তেঁতুলিয়া নদীতে ডাকাতির ঘটনা বেড়েই চলছে। গত ৫দিনে এ নদীতে ৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে নদীর তীরবর্তী বাড়িঘরে ডাকাতরা হানা দেয়ায় সম্ভ্রম হারানোর ভয়ে মা ও মেয়েরা রাতে বাড়ি থাকেন না। অভিযোগ রয়েছে, ডাকাত দমনে নৌ পুলিশ ফাঁড়ি থাকলেও তা উপকারে আসছে না। জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তেঁতুলিয়া নদীর বাসুদেব পাশা পয়েন্টে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত মাহাবুল মুন্সী ও সুলতান চৌকিদারের দুটি মাছ ধরার ট্রলারে হানা দিয়ে তিন হাজার মিটার ইলিশ জাল, মোবাইলসহ মালামাল নিয়ে যায়। বুধবার রাতে মিয়া বাজারের পূর্ব পাশে তেঁতুলিয়া নদীতে সত্তার মাঝির গরু বোঝাই একটি ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে মমিনপুরের পূর্ব পাশে চর মোন্তাজ এলাকার নজরুল নামের এক ব্যক্তির মাছের ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ছাড়াও রবিবার রাতে গুচরাকাঠি গ্রামে তেঁতুলিয়া নদীর তীরবর্তী আয়ন উদ্দিন হাজী বাড়ির সামনে জনতার প্রতিরোধের মুখে ডাকাতরা ৭ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করে। এভাবে গত ৫দিনে তেঁতুলিয়া নদীতে ৮ টি ডাকাতি সংঘটিত হয়েছে। ধুলিয়া ইউনিয়নের তিন ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন মিয়া জানান, পার্শ্ববর্তী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর এলাকার মহাসিনের নেতৃত্বে ২০-২৫ জনের ডাকাত দল তেঁতুলিয়া নদীর মঠবাড়িয়া, চর মিয়াজান, ভড়িপাশা, চর রায় সাহেব ও চর ব্যারেট পয়েন্টে ডাকাতি করে। এর আগে ওই এলাকার সেরাজ ডাকাতের নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে ডাকাতি সংঘটিত হতো। তার অনুপস্থিতিতে এখন মহাসিনের নেতৃত্বে ডাকাতি সংঘটিত হচ্ছে।
×