ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু নভোথিয়েটার রংপুর নগরীর বাইরে স্থাপনের চেষ্টা

প্রকাশিত: ০৬:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

বঙ্গবন্ধু নভোথিয়েটার রংপুর নগরীর বাইরে স্থাপনের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ সেপ্টেম্বর ॥ বঙ্গবন্ধু নভোথিয়েটার রংপুর নগরীর বাইরে স্থাপনের পাঁয়তারা চলছে। এটি নিয়ে যাওয়ার পাঁয়তারার কথা শুনে সুশীল সমাজসহ আপামর জনসাধাণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রংপুর জেলা প্রশাসক নগরীর কামাল কাছনা মৌজায় বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপনের প্রস্তাবনা করলেও তা তারাগঞ্জের গঙ্গাহরিতে নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতি সাধন থিয়েটারটি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে করা হলে দেশের বিভিন্ন স্থানের মানুষজনের অনায়াসে যাতায়াত সুবিধা হতো। আর এতে করে নগরীর সৌন্দর্য আরও বৃদ্ধি পেত এবং প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থান হতো। কামাল কাছনা মৌজায় ১০ একর জমি পরিত্যক্ত রয়েছে, সেখানে বঙ্গবন্ধু নভোথিয়েটারটি স্থাপন করা যেতে পারে। এ ধরনের প্রতিষ্ঠান স্থাপন করার জন্য পরিত্যক্ত জমির প্রয়োজন হয়। কোনভাবেই কৃষি জমি অধিগ্রহণ করে প্রতিষ্ঠান করা যাবে না এবং স্থাপনার ভবনসহ অবকাঠামো নির্মাণে কত টাকা ব্যয় হবে তা পরে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, রংপুরে বঙ্গবন্ধু স্মৃতি সাধনের জন্য সংশ্লিষ্ট দফতর থেকে বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপনের প্রস্তাবনা চাওয়া হয়। পরে খোঁজখবর নিয়ে নগরীর কামাল কাছনা মৌজায় বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণের জন্য ১০ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা করেন জেলা প্রশাসক। এতে সিটি কর্পোরেশন মেয়রও সংহতি জ্ঞাপন করেন। কিন্তু অজ্ঞাত কারণে নগরীর কামাল কাছনা মৌজার স্থলে বঙ্গবন্ধু নভোথিয়েটারটি তারাগঞ্জের গঙ্গাহরিতে নিয়ে যাওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। ফলে একটি উন্নয়নমুখী প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এ বিষয়ে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপনের ব্যাপারে গত আগস্ট মাসে সংশ্লিষ্ট দফতর থেকে প্রস্তাবনা চাওয়া হয় এবং সেই আদেশ মোতাবেক কামাল কাছনা মৌজায় ১০ একর জমি অধিগ্রহণের প্রস্তাবও পাঠানো হয়। কিন্তু ঈদ-উল-আযহার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রংপুরে এসে সিটি কর্পোরেশনের কামাল কাছনা মৌজার পরিবর্তে এটি তারাগঞ্জে স্থাপন করার কথা বলেছেন। আর প্রস্তাবনা পাঠানো হলে সংশ্লিষ্ট দফতর থেকে জমি অধিগ্রহণের আদেশ আসবে এবং স্থাপনার ভবনসহ যাবতীয় অবকাঠামো নির্মাণে কত টাকা ব্যয় হবে তা টেন্ডারের মাধ্যমে জানা যাবে বলে তিনি জানান। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, এ বিষয়টি নিয়ে অবশ্যই ভেবে দেখব। এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, রংপুর নগরীতে বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপন করার জন্য মাহিগঞ্জে ১০ একর জমি অধিগ্রহণ করার কথা বলেছিলাম। এটি যদি তারাগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই বাধা দেয়া হবে এবং নগরীতে বঙ্গবন্ধু নব থিয়েটার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। বঙ্গবন্ধু নভোথিয়েটারটি নগরীর কামাল কাছনা মৌজায় স্থাপন করার জন্য মত দিয়েছেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শাহনাজ পারভীন শাহীন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন, রংপুর জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সামসুর রহমান কোয়েল, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম মিঠু প্রমুখ।
×