ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বানভাসিদের ত্রাণ দিয়ে উৎকোচ আদায়ের অভিযোগ

প্রকাশিত: ০৬:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

বানভাসিদের ত্রাণ দিয়ে উৎকোচ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ^রীতে রেড ক্রিসেন্টের বন্যার্তদের ত্রাণ সহায়তার টাকার অংশ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কচাকাটা ইউনিয়নের প্রভাবশালী সরকারী দলের এক নেতার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে নাগেশ^রীজুড়ে তোলপাড় শুরু হয়। অসহায় মানুষের মাঝে বিতরণের টাকা বাড়ি বাড়ি গিয়ে ছিনিয়ে নেয়ার ঘটনায় বিব্রত হয় সরকারী দলের নেতৃবৃন্দ। ঘটনাটি ঘটেছে উপজেলার কচাকাটা ইউনিয়নে। জানা যায়, গত শুক্রবার কুড়িগ্রাম রেড ক্রিসেন্টের উদ্যোগে নাগেশ^রীর কচাকাটা ইউনিয়নে ৪শ’ বন্যাকবলিত পরিবারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও প্রতিজনকে নগদ এক হাজার ৪শ’ টাকা ত্রাণ সহায়তা দেয়া হয়। এর পরদিনই যেসব বন্যার্ত মানুষ ত্রাণ সহায়তা পেয়েছেন তাদের কাছে প্রতিনিধি পাঠান কচাকাটা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান। প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ৪ থেকে ৫শ’ টাকা করে দাবি করেন তিনি। কারো কারো কাছে এ টাকা দাবি করেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মমিনুর রহমান। এ ব্যাপারে ভুক্তভোগী নাগেশ^রীর কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের মাহেলা বেগম, মরিয়ম বেগম, নূরবানু ও হাসনা বেগম অভিযোগ করেন, প্রভাষক আতাউর রহমান ও মমিনুর রহমান এসে তাদের কাছ থেকে জোরপূর্বক জনপ্রতি ৫০০টাকা নিয়ে গেছেন। এসময় তারা হুমকি দিয়ে বলেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যারা টাকা দেবে না, তাদের পরবর্তীতে কোন কিছুতেই নাম দেয়া হবে না। তাদের এ অপকর্মের অডিও রেকর্ডও পাঠিয়েছে এক ভুক্তভোগী। এতে কথোপকথনে চার শ’ টাকা গ্রহণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা মন্ডল বলেন, চার শ’ হতদরিদ্র ত্রাণ পাওয়া মানুষের কাছ থেকে তারা প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি আমরা উপজেলা ও জেলা কমিটিকে জানিয়েছি। কচাকাটা ইউপি সদস্য রহুল আমীন বলেন, আমার এলাকায় সবার কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। টাকা গ্রহণের কথা অস্বীকার করে কচাকাটা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান জানান, যারা সুবিধা পায়নি তারাই এসব কথা ছড়াচ্ছে। এসব মিথ্যা। এ ব্যাপারে কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
×