ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ বর্তমান সরকারের ব্রেইন চাইল্ড খ্যাত ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগে উচ্চ আদালতে উদ্যোক্তাদের করা রিট পিটিশনের রায় প্রকাশ করা হয়েছে। অতিসম্প্রতি প্রকাশিত রায়ে আগামী দুই মাসের মধ্যে মূল নিয়োগ চুক্তির তারিখ হইতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে রাজস্ব বাজেটের অধীন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের চাকরি নিয়মিতকরণ বা স্থায়ীকরণ করতে নির্দেশ প্রদান করা হয়েছে। উচ্চ আদালতের বিচারপতি নাইমা হায়দার ও আবু তাহের মোঃ সাইফুর রহমানের আদালত পৃথকভাবে এ রায় ঘোষণা করেন। গত ১২ সেপ্টেম্বর বিকেল চারটায় জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর অনুরোধ করেছেন উদ্যোক্তারা। সূত্র মতে, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা দীর্ঘদিন থেকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে ব্যর্থ হয়ে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগের দাবি করে আসছেন। একপর্যায়ে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিবাদী করে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন (যার নং-২৬৬৩/২০১৭)। এ বিষয়ে আদালত রুল জারি করার পর রাষ্ট্রপক্ষ থেকে রিট টু আপীল করা হয়। গত ৯ এপ্রিল সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারক উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দানের আদেশ প্রদান করেন। ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক মাহতাব আলী জানান, আপীল বিভাগ থেকে উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দানের আদেশ প্রদানের পরেও কয়েকটি জেলায় আদালতের আদেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায় উদ্যোক্তারা উচ্চ আদালতে পৃথক রিট পিটিশন দাখিল করেন (যার নং-৬০৭১/২০১৭)। আদালত বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে আগামী দুই মাসের মধ্যে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে চাকরি নিয়মিতকরণ বা স্থায়ীকরণ করার জন্য অতিসম্প্রতি নির্দেশ প্রদান করেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোক্তাদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিয়ে উদ্যোক্তা পরিবারের দুঃখ-দুর্দশা দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি (মাহতাব আলী) জোর অনুরোধ করেছেন।
×