ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাতিলের অজুহাত খুঁজছে ॥ ইরান

প্রকাশিত: ০৫:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাতিলের অজুহাত  খুঁজছে ॥ ইরান

সামরিক স্থাপনা পরিদর্শনের দাবিতে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র। ইরানের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। খবর এক্সপ্রেস ট্রিবিউন, টাইমস অব ইসরাইল ও এএফপির। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী সামখানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ‘দেশের কোন ভৌগোলিক স্থানেই ইরানের কোন গোপন পরমাণু কর্মসূচী নেই।’ যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করতে পারে, গণমাধ্যমের এমন তথ্য প্রকাশের পর বিষয়টি আলোচনায় চলে আসে। ২০১৫ সালের পরমাণু চুক্তির অংশ হিসেবে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের দাবি জানিয়ে আসছে ওয়াশিংটন। ওই চুক্তিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে ইরানের পরমাণু কর্মসূচীকে সীমাবদ্ধ করা হয়। এদিকে জাতিসংঘ জানিয়েছে, সন্দেহজনক অবৈধ কোন কর্মসূচীর খবর পাওয়া না গেলে সামরিক স্থাপনা পরিদর্শনের প্রয়োজন নেই। জাতিসংঘ আরও জানিয়েছে, চুক্তির পর থেকে সংগঠনটির পক্ষ থেকে দুইবার ইরান পরিদর্শনে যাওয়া হয়েছে এবং এমন কোন তথ্যপ্রমাণ নেই যে, পরমাণু কর্মসূচীর জিনিসপত্র সামরিক বাহিনীতে বা অন্য কোন স্থানে সরিয়ে রাখা হয়েছে। সামখানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রশাসনের ‘অগঠনতান্ত্রিক ও ছিদ্রান্বেষী ব্যবহার’ আন্তর্জাতিক চুক্তিটিকে ভেঙ্গে দেয়ার প্রচেষ্টা করছে।’
×