ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেরোবিতে স্নাতকে আসন বৃদ্ধি

প্রকাশিত: ০৫:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭

বেরোবিতে স্নাতকে আসন বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ সেপ্টেম্বর ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের ২১টি বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ ভর্তি পরীক্ষায় আসন বৃদ্ধি, কোটায় ভর্তিসহ বিভিন্ন বিষয়ে বৈচিত্র আনা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো মাইনাস মার্ক যুক্ত হচ্ছে। হিজড়া ও বিলুপ্ত ছিট মহল কোটা বাদ দেয়া হয়েছে। জানা যায়, চলতি বছরের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৩১৫টি। গতবারের তুলনায় এবারে ৮৫টি আসন বৃদ্ধি করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদে ৩০টি, বিজনেস স্টাডিস অনুষদে ৫টি, বিজ্ঞান অনুষদে ৪০টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন অনুষদের আসন বৃদ্ধির প্রস্তাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো মাইনাস মার্ক যুক্ত হচ্ছে। প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৮০ এবং অবশিষ্ট ২০ নম্বর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। পাস নম্বর গতবারের তুলনায় ৫ নম্বর কমিয়ে ৩৫ করা হয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গ এবং বিলুপ্ত ছিটমহল কোটা বাতিল করা হয়েছে এবারের ভর্তি পরীক্ষায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
×