ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টিলের বেসিনে মৃত্যুঝুঁকি

প্রকাশিত: ০৫:২৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭

স্টিলের বেসিনে মৃত্যুঝুঁকি

রান্নাঘরের সিঙ্ক বা বেসিন মানেই ময়লা এবং জীবাণুদের বাসা, প্রতি বর্গইঞ্চিতে ১৮ হাজার ব্যাকটেরিয়া থাকে। এ তথ্য নতুন বা বিস্ময়কর নয়, কারণ সেখানে ময়লা ধোয়া হয়। কিন্তু নিউ সায়েন্টিস্টে প্রকাশিত তথ্যানুসারে, বেসিনে আপনি কী ফেলেন, সেটাই কেবল স্বাস্থ্য উদ্বেগের একমাত্র কারণ নয়। চীনামাটির অথবা তামার বেসিনের তুলনায় স্টেইনলেস স্টিলের বেসিন নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, লেজিওনাইরেস রোগের ঝুঁকি বাড়াতে পারে। এ সমস্যাটি তখন শুরু হয় যখন স্টেইনলেস স্টিলের সিঙ্কের ওপরের নিরাপদ আস্তরণ ক্ষয়ে যাওয়া শুরু হয়। ফলে সম্ভাব্য এ মারাত্মক রোগের জন্য একটি আদর্শ কারণ তৈরি করে। যুক্তরাষ্ট্রের মিনোসটার মায়ো ক্লিনিকের মতে, লেজিওনাইরেস রোগের উপসর্গগুলো মাথাব্যথা, পেশীব্যথা, শরীর ঠান্ডা এবং উচ্চজ্বর হিসেবে শুরু হয় এবং দিন দিন বাড়তে থাকে, যার সঙ্গে যুক্ত হয় কাশির সঙ্গে রক্ত, শ্বাস-প্রশ্বাসে দুর্বলতা, বুকের ব্যথা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা এবং স্নায়ুবিক পরিবর্তন। লেজিওনাইরেস রোগ প্রতিরোধে একটি গবেষণায় গবেষকরা বিভিন্ন ধরনের বেসিনের কলে লেজিওনেলা এ্যানিসা ব্যাকটেরিয়া ছাড়া এবং এ ব্যাকটেরিয়াসহ পানি পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, স্টেইনলেস স্টিলের বেসিনের কল এ ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য সবচেয়ে উর্বর পরিবেশের সৃষ্টি করে। পরীক্ষায় লেজিওনাইরেস রোগের ৫০ শতাংশ ঝুঁকি পাওয়া গেছে। স্টেইনলেস স্টিলের নিরাপদ আবরণ ক্ষয় হয়ে যাওয়ার পর মরচে পড়ে এবং এ মরচে লেজিওনেলা এ্যানিসা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। -রিডার্স ডাইজেস্ট থেকে
×