ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাটগ্রাম সীমান্তেবাংলাদেশীকেবোমা মেরেহত্যা করল বিএসএফ

প্রকাশিত: ০৫:২২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

পাটগ্রাম সীমান্তেবাংলাদেশীকেবোমা মেরেহত্যা করল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ সেপ্টেম্বর ॥ পাটগ্রাম সীমান্তে বিএসএফের বোমার আঘাতে বাংলাদেশী নিহত হয়েছেন। আহত অবস্থায় একজন পালিয়ে রক্ষা পেয়েছে। শুক্রবার সকালে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ। পাটগ্রামে ধবলসতী গাটিয়ার ভিটা সীমান্তের ৮৩৫ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় বিএস বাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যদের ছোড়া বোমার আঘাতে মঙ্গলবার রাতে আজাহার আলী (৩৫) নামের এক গরু রাখাল আহত হয়ে জীবন বাঁচাতে ভারতীয় বাগডোকড়া নদীতে ঝাঁপ দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তার লাশ নদীতে ভেসে ওঠে। আহত লোকমান পালিয়ে এসে গোপনে পাটগ্রামে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শী লোকমান জানান, মঙ্গলবার রাতে গরু আনার সময় বিএসফের সামনে পড়ে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণ ঘটায় ও এলোপাতাড়িভাবে পাথর ছুড়ে মারে। হাত বোমার আঘাতে সে ও আজাহার আলী গুরুতর আহত হয়। জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। সে উঠে এলেও আজাহার নদীতে ডুবে যায়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিজিবি প্রতিবাদ জানায়। ১৫ বিএসএফ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটে নিহত বাংলাদেশীর মৃতদেহ ফেরত আনার ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং (পতাকা বৈঠক) অনুষ্ঠিত হয়েছে। ওই মিটিংয়ে বিএসএফ জানায়, লাশটির গায়ে কোন প্রকার ক্ষত ও গুলির চিহ্ন নেই। সে মারা যাওয়ার আগে মদ্যপ অবস্থায় ছিল। বিধায় ওই ব্যক্তিকে কে বা কারা মেরে নদীর ঝোপের মধ্যে ফেলে রেখেছে তা তাদের জানা নেই। ভারতীয় পুলিশের কাছে মৃতদেহের ময়নাতদন্ত করতে দেয়া হয়েছে। তাই লাশ হস্তান্তর করা সম্ভব হয়নি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলাদেশী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
×