ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ ভুটান যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:১৭, ১৬ সেপ্টেম্বর ২০১৭

আজ ভুটান যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে সাফ অনুর্ধ-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই আসরে অংশ নিতে আজ ভুটান যাচ্ছে বাংলাদেশ দল। ২৮ সদস্যের দল যাচ্ছে। যেখানে ২৩ জন ফুটবলার এবং বাকি পাঁচজন কোচ ও কর্মকর্তা। অনেকটা স্বল্প প্রস্তুতি নিয়ে যাচ্ছে বাংলার তরুণরা। এমন স্বল্প প্রস্তুতি নিয়ে লক্ষ্যও তেমন থাকে না। কোচ মাহবুব হোসেন রক্সির কথায়, ‘আমরা ভাল খেলার লক্ষ্য নিয়েই ভুটান যাচ্ছি।’ এই দলের সঙ্গে জাতীয় কোচ এ্যান্ড্রু অর্ডও যাবেন উপদেষ্টা কোচ হিসেবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) হতশ্রী অবস্থা। তেমনি অবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)। সাফে সাত দল থাকলেও এই টুর্নামেন্টে খেলছে পাঁচটি। পাকিস্তান আগেই ছিল না। শেষদিকে এসে নাম প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কাও। আর তাই এই টুর্নামেন্টের গ্রুপিং থেকে লীগে চলে আসতে হলো সাফ কর্তাদের। ফলে ফরমেট পরিবর্তন হওয়ায় বিপাকে বাংলাদেশও। রক্সির কথায় ‘আগে জানতাম আমরা গ্রুপপর্বে প্রথমে ভুটান এবং পরে ভারতের সঙ্গে খেলব। কিন্তু লীগ পদ্ধতির হওয়ায় এখন আমাদের প্রথমেই ভারতের মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হচ্ছে। ফলে প্রথম ম্যাচটিই হয়ে যাচ্ছে ডু অর ডাই।’ অনুর্ধ-১৮ দলের সবাই প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়নশিপ লীগে খেলা ক্লাবগুলোর ফুটবলার। তাই কাগজে কলমে স্বল্প সময়ের প্রস্তুতি মনে হলেও মাঠেই ছিলেন বলে মনে করেন রক্সি। তার কথা, ‘এই দলে চ্যাম্পিয়নশিপের দু’জন ছাড়া বাকি সবাই প্রিমিয়ার লীগে খেলা ক্লাবগুলোর ফুটবলার। এদের মধ্যে মুনির আলম, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ আল আমিন এবং টুটুল হোসেন বাদশা নিয়মিত খেলোয়াড়। বাকিরা কখনও একাদশের এবং কখনও বদলি হিসেবেই মাঠে নামেন। তাই আবাসিক ক্যাম্প কম হলেও তারা মাঠের ফুটবলারই।’ দলের অন্যতম সেরা ফুটবলার লেফটব্যাক রহমত মিয়ার কথা, ‘আবাসিক কিংবা অনাবাসিকÑ কখনই পুরো দলকে পাইনি আমরা। তবে লীগ পদ্ধতির খেলা হওয়ায় ম্যাচ বাই ম্যাচ ভাল খেলে এগুতে চাই আমরা।’ দেশের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লীগ বন্ধ করে সাফ অনুর্ধ-১৮ ফুটবলে খেলতে যাওয়া কতটা যুক্তযুক্ত? এমন প্রশ্নের উত্তরে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের কথা, ‘বিষয়টা আমি বলতে পারব না। এটা লীগ কমিটির বিষয়। তবে এমন প্রশ্নের যৌক্তিকতাও রয়েছে। আশাকরি আগামীতে বিষয়টি বিবেচনা করবে লীগ কমিটি।’ বাফুফের টেকনিক্যাল কোচ পল স্মল্লির বিষয়ে নাবিল বলেন, ‘স্মল্লির কাজ দেশের ফুটবলের উন্নয়নে কাজ করা। এখন তার ক্ষেত্র দেখা যাচ্ছে মহিলা ফুটবলারদের নিয়ে। আসলে তিনি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের খুব কাছের মানুষ। তাই স্মল্লির কাজ সম্পর্কে সভাপতিকে জিজ্ঞেস করলেই ভাল হয়।’ ভুটানগামী অনুর্ধ-১৮ দলের সদস্যরা ॥ ওসাই মং মারমা, আল আমিন, পাপ্পু হোসেন, মনির আলম, বিপলু আহমেদ, মাহমুদুল আলম কিরণ, মাহবুবুর রহমান, আতিকুজ্জামান, টুটুল হোসেন বাদশা, জাফর ইকবাল, রিয়াদুল হাসান, মাহফুজ হাসান প্রিতম, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, জাহিদ হাসান লিংকন, সোহানুর রহমান, রহিম উদ্দিন, স্বাধীন, সৈকত আহমেদ, সাব্বির আহমেদ, সারোয়ার জামান নিপু, ইসা ফয়সাল ও অনীক ঘোষ। সাফ অনুর্ধ-১৮ ফুটবলে বাংলাদেশের খেলাগুলো : ১৮ সেপ্টেম্বর, বনাম ভারত (৪টা), ২০ সেপ্টেম্বর, বনাম মালদ্বীপ (৭টা), ২৫ সেপ্টেম্বর, বনাম নেপাল (৭টা), ২৭ সেপ্টেম্বর, বনাম ভুটান (৪টা)। মার্সেল ফুটবলে বসুন্ধরা-অগ্রণী ব্যাংক ড্র স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবলে শুক্রবার একটি খেলা অনুষ্ঠিত হয়। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব লিমিটেডের। খেলাটি গোলশূন্য ড্র হয়।
×