ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-উইন্ডিজ টি২০ আজ

প্রকাশিত: ০৫:১৭, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ইংল্যান্ড-উইন্ডিজ টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একমাত্র টি২০ আজ। ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সফরে তিন টেস্টের সিরিজ ২-১এ হেরেছে ক্যারিবীয়রা। তবে টি২০ ভিন্ন ফরমেট। যেখানে দলটির সামর্থ্য প্রমাণিত। দু’দুবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। কার্লোস ব্রেথওয়েটের স্কোয়াডে আছেন ক্রিস গেইলের মতো ধুরন্ধর ব্যাটসম্যান। সম্প্রতি ঘরের মাটিতে ভারত সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন উইন্ডিজের বড় তারকা। আছেন হার্ডহিটার এভিন লুইসও। ফিরেছেন অভিজ্ঞ মারলন স্যামুয়েলস আর পেসার জেরমো টেইলর। কাইরেন পোলার্ড-চ্যাডউক ওয়ালটনদের নিয়ে সংক্ষিপ্ত ফরমেটে উইন্ডিজ আসলেই আকর্ষণীয় এক দল। আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে যদিও চতুর্থ স্থানে ব্রেথওয়েটরা। অন্যদিকে ইয়ন মরগানের ইংল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। পাওয়ার ক্রিকেটের পসরা সাজানো ইংলিশরাও কম যাবে না। আছেন এ্যালেক্স হেলস, জেসন রয়, জস বাটলার, টম কুরানের মতো হার্ডহিটার ব্যাটসম্যান। বোলিংয়ে জ্যাক বলম, ডেভিড উইলি, আদিল রশীদের সঙ্গে আছেন অলরাউন্ডার ক্রিস জর্ডান। ছোট্ট ফরমেটে ডেভিড মালানের কথাও আলাদা করে বলতে হবে। তবে ঘরের মাটিতে হেলস, বাটলার আর অধিনায়ক মরগানরাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারেন। নিজ মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর ভাল কিছু করতে মরিয়া স্বাগতিকরা। চেস্টার লি-স্ট্রিটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়। টি২০ শেষে দু’দল পাঁচ ওয়ানডের সিরিজে মুখোমুখি হবে।
×