ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রস্তুতি ম্যাচ খেলার ঘাটতির আশঙ্কায় জিমিরা

প্রকাশিত: ০৫:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

প্রস্তুতি ম্যাচ খেলার ঘাটতির আশঙ্কায় জিমিরা

স্পোর্টস রিপোর্টার ॥ হাতে আর বেশিদিন সময় নেই। আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে ‘এশিয়া কাপ হকি’র আসর। স্বাগতিক বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দীর্ঘ অনুশীলন শেষে এবার আরও উন্নত প্রস্তুতির জন্য সাভারের জিরানির বিকেএসপিতে গেছে বাংলাদেশ জাতীয় হকি দল। দলের কোচ মাহবুব হারুন জানালেন সময় কম। তাই দিনে একাধিকবার অনুশীলন হচ্ছে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ভাল কিছু করার লক্ষ্য জিমি-চয়নদের। তাদের লক্ষ্য পরবর্তী এশিয়া কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা। কিন্তু কঠিন লড়াইয়ের নামার পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলা আদৌ হবে কি না তা নিয়ে রয়েছে ঢের সংশয়। হারুন জানান, ‘ফেডারেশনকে বলেছি মূল লড়াইয়ে নামার আগে বিদেশে গিয়ে কিংবা কোন শক্তিধর দলকে ঢাকায় এনে অন্তত কয়েকটি প্রস্তুতি খেলার ব্যবস্থা করে দিতে। ফেডারেশন মালয়েশিয়া ও চায়নার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছে। তবে সেটি কতটুকু সম্ভব হবে ফেডারেশন থেকে এমন কোন সংবাদ এখনও পাইনি।’ দলের তারকা ও অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি বলেন, ‘আমাদের ভুল ত্রুটিগুলো কোথায়, দলের কোন জায়গায় আরও কতটা উন্নতি করতে হবে- সেগুলো জানতে হলে কিছু প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। আর সেটা আমাদের থেকে কঠিন কোন দলের সঙ্গে হলেই ভাল হবে। আমরা যদি নিজেদের জায়গাটা থেকে সবাই নিজের সেরা পারফর্মেন্সটা করি তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো খুব একটা কঠিন হবে না।’ দলের তরুণ খেলোয়াড় আশরাফুল ইসলাম বলেন, ‘কোচ এতদিন যা শিখিয়েছেন, এখন মনে হচ্ছে সেগুলো আমরা ধরতে পারছি। আমাদের একটাই লক্ষ্য থাকবে। সেটা হলো এশিয়া কাপে ভাল ফল করা। সেই লক্ষ্যে আমরা নিজেদের সেরাটাই দেব।’ কোচ হারুনও আত্মবিশ্বাসী শিষ্যদের নিয়ে, ‘আমার আত্মবিশ্বাস আছে। তাদের যে প্লান শিখিয়েছি, সেটা যদি ঠিকভাবে তারা ম্যাচে প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ ভাল কিছুই হবে এশিয়া কাপে।’
×