ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টেইনের পথে ফিল্যান্ডার?

প্রকাশিত: ০৫:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

স্টেইনের পথে ফিল্যান্ডার?

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি কাটিয়ে বাংলাদেশ সিরিজে ফেরার ইচ্ছার কথা ডেল স্টেইন নিজেই জানিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকান বোর্ডের (সিএসএ) উর্ধতন এক কর্তা অন্যতম সফল এই পেসারকে অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দু’দিন আগে পুরোপুরি ফিট নন বলে নিজেকে সরিয়ে নেন তিনি। প্রোটিয়াদের জন্য দুঃসংবাদ, পিঠের ব্যথার জন্য প্রথমশ্রেণীর ম্যাচে খেলছেন না আরেক পেস তারকা ভারনন ফিল্যান্ডারও। নিজেদের মাঠে টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হওয়ার আগের সময়টাতে এটিই ছিল স্বাগতিকদের ঘরোয়া ক্রিকেটের অতিগুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও মুশফিকুর রহীমের দল যে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে প্রোটিয়া জাতীয় দলের তেমন কেউ নেই। স্টেইনের পর ঘরোয়া ম্যাচটি থেকে ফিল্যান্ডার এভাবে সরে দাঁড়ানোয় কঠোর সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। বাংলাদেশ সফরে কোনরকম প্রস্তুতি ম্যাচ না খেলে মাঠে নামার খেসারত দেয় শক্তিধর অস্ট্রেলিয়া। ঢাকা টেস্টে হেরে বসে স্টিভেন স্মিথের দল। সেটিকে উদাহরণ হিসেবে টেনে আনেন দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়ক গ্রায়েম স্মিথ। আর স্টেইন ও ফিল্যান্ডরকে নিয়ে শঙ্কায় আরও শঙ্কিত তিনি। সাম্প্রতিক সময়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার ফ্রন্টলাইন পেসার স্টেইন, ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও মরনে মরকেল। স্টেইন তো সরে গেছেনই, স্থানীয় সংবাদ মাধ্যমের খবর প্রথম টেস্টে খেলতে পারছেন না ফিল্যান্ডার। সম্প্রতি ইংল্যান্ড সফরে প্রোটিয়ারা যে একমাত্র টেস্টে জিতেছিল ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে সেটিতে ম্যাচসেরা হয়েছিলেন ৩২ বছরের ফিল্যান্ডার। স্টেইন-ফিল্যান্ডারের অনুপস্থিতিতে স্বাগতিক পেস আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ও হ্যাঁ ইংল্যান্ড সফরে ইনজুরিতে পড়েছেন প্রতিভাবান পেসার ড্যান অলিভার ও ক্রিস মরিস। সুতরাং বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কারা রাবাদা-মরকেলের সঙ্গী হন সেটি দেখার অপেক্ষা। স্টেইনের ফেরা না ফেরার বিষয়টি ব্যাপক আলোচিত। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর ইনজুরিতে পড়েন এই প্রোটিয়া পেসার। তবে আবার মাঠে ফিরতে অধীর ছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ১৯ সেপ্টেম্বর টাইটান্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু পুরোপুরি ফিট নন বলে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন তিনি। ‘আমি এখনি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ভালভাবেই বোলিং করতে পারছি। কিন্তু চারদিনের ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেটের কাজের চাপ নিতে পারছি না। যে কারণে এখনই মাঠে নামাটা ঠিক হবে না মনে করছি।’ তিনি বলেন, ‘চারদিনের ম্যাচ খেলতে পারলে টেস্ট দলে ডাক পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতো। কিন্তু আমি এমন অবস্থাতে দলে থাকতে চাই না যে পুনরায় আমাকে নাম প্রত্যাহার করে নিতে হয়। মাঠে নামার জন্য কিছু সীমিত ওভারের ক্রিকেট আমার জন্য ভাল হবে।’ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন বলে আশাবাদী ৩৪ বছর বয়সী এই তারকা পেসার। ঘরের মাটিতে বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি২০ খেলবে ফ্যাফ ডুপ্লেসিসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। ২৮ সেপ্টেম্বর পচেস্টফ্রমে শুরু প্রথম টেস্ট। তার আগে ২১ তারিখ বেনোনিতে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচে মুশফিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ।
×