ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি করেছেন নাঈম ও ধীমান

মাশরাফির ফেরার দিনে আশরাফুলের সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:১৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মাশরাফির ফেরার দিনে আশরাফুলের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ১৯তম আসর শুরু হয়েছে শুক্রবার। এ আসরে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য নিজেকে ম্যাচ খেলায় প্রস্তুত রাখতে এবারের আসর খেলছেন। তাতে করে খুব বেশি চমক দেখাতে পারেননি খুলনার এ পেসার। তবে মাশরাফির ফেরার দিনে ঝলক দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তিনি ঢাকা মেট্রোর হয়ে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। দিন শেষে তার এই সেঞ্চুরিই সবার মুখে মুখে থাকে। খুলনার বিপক্ষে রংপুরের নাঈম ইসলাম ও ধীমান ঘোষও সেঞ্চুরি করেছেন। কিন্তু আশরাফুলের সেঞ্চুরি নিয়েই যত আলোচনা। তিনি যে চার বছর পর, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে সেঞ্চুরি করার পর আবার সেঞ্চুরি পেলেন। আশরাফুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ঢাকা মেট্রো বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ঘরোয়া লীগ থেকে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন। গত বছর ফিরেছেন। কিন্তু জৌলুস ছড়াতে পারেননি। কোন ম্যাচে হাফসেঞ্চুরিরও দেখা মিলেনি। এবার প্রথমদিনেই সেঞ্চুরি করে দেখিয়েছেন। চট্টগ্রামে চট্টগ্রামের বিপক্ষে ১৯৪ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রান করে আউট হন আশরাফুল। তার এ সেঞ্চুরিতে ঢাকা মেট্রোও বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে প্রথমদিনে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে ঢাকা মেট্রো। আজ দ্বিতীয়দিনে মেহরাব হোসেন জুনিয়র (৬৫*) ও শরীফউল্লাহ (৬*) ব্যাট হাতে নামবেন। মাশরাফির ম্যাচে নাঈম ও ধীমানের ঝলক তিন বছর পর দীর্ঘ পরিসরের ম্যাচে খেলতে নেমে প্রথমদিনেই ১৩ ওভার বল করলেন মাশরাফি। কিন্তু কোন উইকেট পেলেন না। তবে তার বল করাটাই আসল। তিনি চেয়েছেনও তা। ম্যাচ খেলার প্রস্তুতির মধ্যে থাকতে। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে তিনি ম্যাচের মধ্যে থাকতে চান। তা হয়েছেও। কিন্তু উইকেটশূন্য থাকলেন। মাশরাফির এমন ম্যাচে খুলনায় রংপুরের নাঈম ইসলাম ও ধীমান ঘোষ দুর্দান্ত ব্যাটিং করেছেন। ১৭৭ রানে ৫ উইকেট পড়ার পর নাঈম ও ধীমান মিলে যে জুটি গড়া শুরু করেন তা থামে ৩২৫ রানে গিয়ে। দুইজন মিলে ১৪৮ রানের জুটি গড়েন। এমন সময় ১০৫ রান করা ধীমান আউট হয়ে যান। তখন দিনের খেলাও শেষ হয়। তবে ১২০ রান করে অপরাজিত আছেন নাঈম। দলও বড় সংগ্রহ গড়ে ফেলেছে। ৬ উইকেট হারিয়ে ৩২৫ রান করেছে। আজ নাঈমের সঙ্গে সোহরাওয়ার্দী শুভ খুলনার বিপক্ষে দলের স্কোরকে আরও বড় করতে ব্যাট হাতে নামবেন। প্রথম দিনেই চাপে সিলেট ঢাকা ও বরিশালের ম্যাচটির প্রথমদিন যেমন বৃষ্টিতে ভেসেই গেছে। তেমনি রাজশাহীতে সিলেট-রাজশাহীর ম্যাচটির পরিণতিও তেমনই হতে চলেছিল। কিন্তু দুপুরের দিকে খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার পর চাপে পড়ে সিলেট। প্রথমদিনেই ১১২ রান করতেই ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। স্কোর ॥ প্রথমদিন শেষে ঢাকা মেট্রো-চট্টগ্রাম ম্যাচ-দ্বিতীয় স্তর ঢাকা মেট্রো প্রথম ইনিংস ২৫৭/৫; ৯০ ওভার (আশরাফুল ১০৪, মেহরাব জুনিয়র ৬৫*, সৈকত আলী ৩৮, শরীফউল্লাহ ৬*; রানা ২/৪৭)। রংপুর-খুলনা ম্যাচ-প্রথম স্তর রংপুর প্রথম ইনিংস ৩২৫/৬; ৮৭.৩ ওভার (নাঈম ১২০, ধীমান ১০৫, সায়মন ৫০; আল আমিন ৩/৫০, রাজ্জাক ৩/৮৭)। ঢাকা-বরিশাল ম্যাচ-প্রথম স্তর প্রথমদিন পরিত্যক্ত সিলেট-রাজশাহী ম্যাচ-দ্বিতীয় স্তর সিলেট প্রথম ইনিংস ১১২/৭; ৫৬.২ ওভার (ইমতিয়াজ ৩৮, শাহানুর ১৭; মুক্তার ২/১২)।
×