ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:১৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ৪৬তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্ব যশোরে বর্ণাঢ্যভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে পাঁচদিনের প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহাবুবুর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তপাদার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও সরকারী এমএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা বোর্ড স্কুল এ্যান্ড কলেজ, এমএসটিপি বালিকা বিদ্যালয়, সরকারী শিশু পরিবারের (বালিকা) শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে। সংশ্লিষ্টরা জানান, একযুগ পর যশোরের মাটিতে এবার গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে সারাদেশের চারটি অঞ্চলের ৫২৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। এরমধ্যে ফুটবলে ছাত্র ৬৪ জন ও ছাত্রী ৬৪ জন। হ্যান্ডবলে ছাত্র ৪৮ জন, ছাত্রী ৪৮ জন, কাবাডিতে ছাত্র ৪৮ জন ও ছাত্রী ৪৮ জন। এছাড়াও সাঁতার প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে ১০৪ জন ছাত্র ও ১০৪ জন ছাত্রী খেলোয়াড় অংশ নেবে। সারাদেশকে বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা অঞ্চলে ভাগ করা হয়েছে। বকুল অঞ্চলে রয়েছে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা। বকুল অঞ্চলের জন্য সবুজ রঙের জার্সি নির্ধারণ করা হয়েছে। খুলনা ও বরিশালকে গোলাপ অঞ্চলভুক্ত করে বেগুনি রঙের জার্সি নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহকে পদ্ম অঞ্চলে অন্তর্ভুক্ত করে নীল রঙের জার্সি এবং রাজশাহী ও রংপুরকে চাঁপা অঞ্চলভুক্ত করে লাল জার্সি নির্ধারণ করা হয়েছে।
×