ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়ালেই থাকছেন ইস্কো, ইনজুরিতে কোভাচিচ

প্রকাশিত: ০৫:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

রিয়ালেই থাকছেন ইস্কো, ইনজুরিতে কোভাচিচ

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার প্রতীক ইস্কো। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দল স্পেনের হয়েও আলো ছড়াচ্ছেন। ধারাবাহিক দারুণ পারফর্মেন্সের কারণে অনেক নামী দামী ক্লাবই ইস্কোর প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে কোথাও যাচ্ছেন না তিনি। প্রিয় ক্লাব রিয়ালেই থাকছেন। কেননা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এ্যাটাকিং এই মিডফিল্ডার। চার বছরের জন্য ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর ফলে ২০২২ সাল পর্যন্ত গ্যালাক্টিকো শিবিরে থাকবেন ইস্কো। শুক্রবার এ ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ ও ইস্কো। এর ফলে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতেই থাকবেন ২৫ বছর বয়সী এই ফুটবল তারকা। চলতি মৌসুমেই শেষ হওয়ার কথা ছিল ইস্কোর সঙ্গে ক্লাবের আগের চুক্তিটির মেয়াদ। এর ফলে আসন্ন গ্রীষ্মের দল বদলের সময় স্পেনের আন্তর্জাতিক এই তারকাকে নিয়ে সৃষ্ট গুজবের অবসান ঘটল। মালাগার সাবেক এই তরকা জাতীয় দলের হয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। চলতি মাসের শুরুতে বিশ্বকাপের বাছাইপর্বের মাচে স্পেনের হয়ে ইতালির বিরুদ্ধে দুই গোল করেছেন তিনি। সাম্প্রতিক সময় কোচ জিনেদিন জিদানের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইস্কো। গত মৌসুমে তিনি গোল করেছেন ১১টি। ওই মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগার শিরোপা জয় করে রিয়াল। এতে দারুণ অবদান রাখেন তিনি। ব্রাজিলের লেফট ব্যাক মার্সেলোর সঙ্গে রিয়ালের নতুন চুক্তি সম্পাদনের একদিন পর নতুন এই চুক্তির খবর জানাল রিয়াল। নতুন চুক্তিতে মার্সেলোও ২০২২ সাল পর্যন্ত সান্টিয়াগো বার্নাব্যুতে থাকবেন। এদিকে রিয়ালের ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন মিডফিল্ডার মাটেও কোভাচিচ। গত বুধবার নিকোশিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে এ্যাপোয়েল নিকোশিয়ার বিরুদ্ধে উরুতে চোট পেয়েছেন তিনি। এ জন্য তাকে বেশ ক’দিন সাইড লাইনে থাকতে হবে। ম্যাচে ৩-০ গোলে জয় পায় টানা দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ক্রোয়েশিয়ার এই ফুটবল তারকার ডান পায়ের পেশিতে আঘাত লেগেছে। এ কারণে ম্যাচের ২৫ মিনিটে টনি ক্রসুকে বদলি করে মাঠ থেকে তুলে নেয়া হয় ২৩ বছর বয়সী এই তারকাকে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত এক বা দুই মাসের জন্য মাঠের বাইরে কাটাতে হবে কোভাচিচকে। রবিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ম্যাচের আগে তার ইনজুরিটি ফের বিপাকে ফেলল কোচ জিনেদিন জিদানকে। নিষেধাজ্ঞার কারণে এমনিতেই ম্যাচে খেলতে পারবেন না পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মার্সেলো। লা লিগায় আগের দুই ম্যাচে এই ক্লাবটির সঙ্গে ড্র হওয়ায় এবার জয় পেতে চাই শিরোপা প্রত্যাশী ক্লাবটি। তাছাড়া সর্বশেষ দুই ম্যাচে ড্র করেছে রিয়াল। ইনজুরির কারণে আগে থেকেই সাইডলাইনে আছেন ফরাসী স্ট্রাইকার করিম বেনজামা।
×