ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুশফিকরা দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মুশফিকরা দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। আজ রাতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন তারা। আজ দক্ষিণ আফ্রিকা উড়াল দেয়া দলে থাকছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। ক্রিকেটারদের সঙ্গে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে ও কোচিং স্টাফের বাকিরাও যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সফরে শুরুতেই ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এ জন্য টেস্ট দল আগে যাচ্ছে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। দুই ম্যাচের টি২০ সিরিজও রয়েছে। যারা নির্ধারিত ওভারের দলে থাকবেন না তারা টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসবেন। আগেই জানা ছিল দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট সফরে দেখা যাবে না বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তিনি টেস্ট সিরিজ খেলবেন না। দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকায় পেসনির্ভর উইকেট থাকবে। তা সবারই জানা। আর তাই পেসনির্ভর দলই গড়া হয়েছে। রুবেল হোসেন ও শুভাশীষ রায় তাই ফেরার সুযোগ পেয়েছেন। নাসির হোসেন বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব উইকেটের কথা মাথায় রেখে এবার দলে রাখা হয়েছে পাঁচজন পেসার। দলে স্পিনার রয়েছেন দুইজন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে দলে ইমরুল কায়েস ও সৌম্য সরকার অফফর্মে থাকার পরও আছেন। তাদের ওপর আস্থা রাখছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজে এনামুল হক ফিরছেন বলে জোরালো গুঞ্জন শোনা গেলেও অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে লিটন কুমার দাশকে। এই মাসের ২৮ তারিখেই সিরিজ শুরু হবে। সেদিন পোচেফস্ট্রমে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে ১৫ অক্টোবর প্রথম, ১৮ অক্টোবর দ্বিতীয়, ২২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর প্রথম ও ২৯ অক্টোবর দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ২১ সেপ্টেম্বর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি দিয়েই মূলত পূর্ণাঙ্গ সিরিজের মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ওয়ানডে সিরিজ শুরুর আগেও ১২ অক্টোবর একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা। দুই ম্যাচেরই প্রতিপক্ষ দলটি হচ্ছে সাউথ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশ। বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে। প্রথম টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০০৮ সালের পর আবার আজ দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না স্টেইন ॥ ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ। এর শুরুটাই হবে দুই টেস্টের সিরিজ দিয়ে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) আজই দল ঘোষণা করার কথা রয়েছে। অন্যতম নির্ভরযোগ্য পেসার ডেল স্টেইনকে নিয়ে নানা গুঞ্জন এই দল ঘোষণার আগেই। দীর্ঘ ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরতে পারেন স্টেইন এমন কথাই শোনা যাচ্ছিল। কিন্তু ৩৪ বছর বয়সী এ পেসার দল ঘোষণার একদিন আগে নিজেই জানিয়ে দিলেন দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার জন্য এখনও প্রস্তুত না তিনি। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন না সেটা নিশ্চিত হয়েছে এর মাধ্যমে। আপাতত টেস্ট কিংবা চারদিনের ম্যাচ না খেলে ক্ষুদ্র ফরমেটের ম্যাচগুলো দিয়ে ফিরতে চান বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফিরছেন প্রোটিয়া পেসার স্টেইন। এই খবরটা বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। কারণ কয়েকদিন আগে তিনি নিজেই সুস্থতার খবর জানিয়ে ফেরার জন্য অধীর বলে টুইট করেছিলেন। প্রশ্ন ছিল ফিটনেস টেস্টে উতরে যাওয়া নিয়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকান নির্বাচক বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য লিন্ডা জন্ডি ইঙ্গিত দিয়েছিলেন খুব বড় কেন সমস্যা না হলে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন স্টেইন। আধুনিক দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল বোলার স্টেইন। কিন্তু প্রায় ১০ মাস ধরেই ক্রিকেটের বাইরে ডেল স্টেইন। গত বছর নবেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর কাঁধের ইনজুরিতে পড়েন এই প্রোটিয়া পেসার। তবে আবার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ফিটনেস যাচাইয়ের অংশ হিসেবে ঘরোয়া ক্রিকেটে দুটি ম্যাচে অংশ নেবেন স্টেইন। লিন্ডা এমন তথ্যও নিশ্চিত করেছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর টাইটান্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে মাঠে নামবেন এ পেসার। গ্রেট শন পোলককে হটিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক হতে স্টেইনের আর মাত্র ৫ উইকেট প্রয়োজন। স্টেইনভক্তরা মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজটা খেললে হেসেখেলেই শন পোলকের ৪২১ উইকেটের রেকর্ডটা ভেঙ্গে দেবেন তিনি। ৪২১ উইকেট নিতে পোলককে খেলতে হয়েছে ১০৫টি টেস্ট সেখানে পূর্বসূরির চেয়ে ২৩টি টেস্ট কম খেলেছেন স্টেইন। পোলক নিজেও বলেছেন, তার রেকর্ড ভাঙ্গার জন্য স্টেইনই উপযুক্ত বোলার। আগাম স্বাগত জানিয়ে রেখেছেন তিনি। তবে আপাতত আরও অপেক্ষায় থাকতে হবে স্টেইনের রেকর্ডের জন্য। কারণ তিনি নিজেই আসন্ন সিরিজে না খেলার কথা জানিয়ে দিয়েছেন। তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আপাতত না খেলার। বেশ ভাল বোলিং করতে পারছি এই মুহূর্তে। কিন্তু যে ধরনের কাজের চাপ নেয়া প্রয়োজন সেটা এখনও নিতে পারছি না আমি। বিশেষ করে চারদিনের ম্যাচগুলো কিংবা টেস্ট খেলার জন্য যেমনটা দরকার সেটা এখনও আসেনি আমার মধ্যে। তাই আমি মনে করি আপাতত না খেলাটাই আমার জন্য সবচেয়ে ভাল হবে।’ স্টেইন জানিয়েছেন তিনি নিশ্চিত হতে চান যে আবারও টেস্ট খেলতে নেমে কোন ধরনের ইনজুরিতে পড়বেন না। এ কারণে ক্ষুদ্র পরিসরের ক্রিকেট খেলে আবার নিজেকে ধাতস্থ করাই হবে ভাল সিদ্ধান্ত।
×