ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অস্কারের জন্য বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান

প্রকাশিত: ০৫:১০, ১৬ সেপ্টেম্বর ২০১৭

অস্কারের জন্য বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন অস্কারে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। প্রতিবছরের মতো এবারের ৯০ তম এ আসরে বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে মনোনয়নের জন্য এ দেশ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। মনোনয়নের জন্য জমা পড়া চলচ্চিত্রগুলো থেকে সেরা চলচ্চিত্র বাছাই করে মূল প্রতিযোগিতায় পাঠানো হবে। চলচ্চিত্র বাছাইয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২০১৬ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজী সাবটাইটেলসহ যে কোন পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউ ইস্কাটন, ঢাকা ১২১৭ থেকে চলচ্চিত্র জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।
×