ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রের শূটিং শেষ

প্রকাশিত: ০৫:০৮, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রের শূটিং শেষ

স্টাফ রিপোর্টার ॥ মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের পরিচালনায় নির্মিয়মাণ শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’র শেষ পর্যায়ের শূটিং সম্প্রতি বান্দরবানের শঙ্খ নদের তীরবর্তী পাহাড়ী এলাকায় শেষ হয়েছে। চলচ্চিত্রটির সম্পাদনা, ডাবিং ও শব্দ প্রয়োগের কাজ শেষে এখন রং বিন্যাসের কাজ চলছে। অক্টোবরের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি সেন্সরে জমা দেয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ডিসেম্বরে চলচ্চিত্রটি দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। চলচ্চিত্রের নামভূমিকায় অভিনয় করেছেন জাহিন নাওয়ার হক ইশা। আরও অভিনয় করেছেনÑ অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ প্রত্যাশা, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ অরিয়ন, আব্দুস শিহাব আপন, সৈয়দ আশিকুজ্জামান রোমিও, ধ্রুবন্তী ও নাভিদ হাসান অমি। এছাড়াও অভিনয় করেছেনÑ সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুর, এসএম মহসিন, মান্নান হিরা, মুনিরা ইউসুফ মেমি, সুষ্মিতা সিনহা প্রমুখ। চিত্রগ্রহণে মাহফুজুর রহমান খান, সম্পাদনা, শব্দ ও রং বিন্যাসে সুজন মাহমুদ, আবহ সঙ্গীতে সানী জুবায়ের, শিল্প নির্দেশনায় অশোক ঘোষ ও পোশাক পরিকল্পনায় প্রীতি রোজারিও। সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক মুনিরা মোরশেদ মুন্নী।
×