ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুর্গোৎসব

মন্ডপে নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু মহাজোটের

প্রকাশিত: ০৫:০৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মন্ডপে নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু মহাজোটের

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন মন্ডপে জঙ্গী হামলার আশঙ্কার কথা জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জঙ্গীবিরোধী অভিযানের প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের এ দাবি জানান হিন্দু মহাজোটের মহাসচিব পলাশ কান্তি দে। তিনি বলেন, সারা দেশে একের পর এক জঙ্গী হামলা হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গীবিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গীরা দুর্গাপূজা উপলক্ষে ম-পগুলো টার্গেট করতে পারে। আমরা আশঙ্কায় রয়েছি। এমন বাস্তবতায় দুর্গাপূজা শুরুর আগে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান হিন্দু মহাজোটের সভাপতি প্রভাষ চন্দ্র। জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ॥ আসন্ন দুর্গাপূজাসহ পরবর্তী বছরগুলোতেও ৩ দিনের সরকারী ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান। বর্তমানে দুর্গাপূজায় এক দিনের ছুটির বিধান আছে। সমাবেশে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের দফতর সম্পাদক হরে কৃষ্ণ বলেন, দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কিন্তু দুঃখজনক এই যে দুর্গাপূজায় ৫ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারীভাবে মাত্র একদিনের ছুটি দেয়া হয়। এতে কারও পক্ষেই পরিবারের সঙ্গে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করা ও উৎসব আনন্দ উপভোগ করার সুযোগ হয় না। ভুল চিকিৎসায় কলেজ ছাত্রীর মৃত্যুর অভিযোগ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের চার চিকিৎসকের ভুল চিকিৎসায় কলেজছাত্রী শারমীন সরকারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও আসামিদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হচ্ছে না। আসামিদের এই মুহূর্তে কলেজ ও হাসপাতাল থেকে বহিষ্কারসহ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শারমীনের মা সুফিয়া সরকার। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনা হয়েছে।
×