ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

প্রকাশিত: ০৪:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার নাগরিক এবং কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেছে। আগের নিষেধাজ্ঞার মেয়াদ শুক্রবার শেষ হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ কাউন্সিলের দেয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। খবর ওয়েবসাইটের। ইইউর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখ-তা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য হুমকির প্রশ্নে আগামী ছয় মাসের জন্য এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। নতুন নিষেধাজ্ঞা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। রুশ গণমাধ্যম জানিয়েছে, ইইউর নতুন মেয়াদের এই নিষেধাজ্ঞায় ১৪৯ রুশ ও ৩৮টি প্রতিষ্ঠানের নাম রয়েছে।
×