ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইএসের দায় স্বীকার

ইরাকে তিন দফা আত্মঘাতী হামলায় নিহত ৬০, আহত এক শ’

প্রকাশিত: ০৪:৫১, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ইরাকে তিন দফা আত্মঘাতী হামলায় নিহত ৬০, আহত এক শ’

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছের মহাসড়কে দুটি রেস্তরাঁ ও একটি পুলিশী তল্লাশি চৌকিতে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত এবং ১০০ আহত হয়েছে। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যের ছদ্মবেশে এবং চুরি করা সামরিক যান চালিয়ে এসে বিস্ফোরক বেল্ট এবং গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। খবর বিবিসির। ইসলামিক স্টেট (আইএস) তাদের আমাক বার্তা সংস্থায় এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে এবং বহু শিয়াকে হত্যার দাবি করেছে। পুলিশ জানায়, ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমে এক হামলাকারী রেস্তরাঁয় বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। আরও তিন/চার হামলাকারী সেখানে থাকা পুলিশের ওপর গুলি চালায়। নাসিরিয়ার স্বাস্থ্য বিভাগের পরিচালক জসীম আল-খালিদি শহরের হাসপাতালে প্রাথমিকভাবে ৫০ মৃতদেহ নেয়ার খবর জানান। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিহতদের মধ্যে তীর্থস্থান ভ্রমণে যাওয়া ১০ ইরানী তীর্থযাত্রী আছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। রেস্তরাঁয় হামলার কিছুক্ষণ পরই কাছের এক তল্লাশি চৌকিতে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। এতে কয়েক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলার পর তেল নগরী বসরাসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে একই ধরনের আরও হামলার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারের এ হামলার মধ্য দিয়ে আইএস তাদের অনুসারীদের এ বার্তাই দিয়েছে যে, সম্প্রতি তারা লড়াইয়ে অনেক এলাকা খোয়ালেও এখনও তারা ইরাকের বিভিন্নস্থানে বড় ধরনের হামলা চালাতে সক্ষম। আইএস সাধারণত ইরাকের পশ্চিম এবং উত্তরাঞ্চলেই তৎপর বেশি। কিন্তু ইরাকের তুলনামূলক সুরক্ষিত দক্ষিণাঞ্চলীয় শিয়া এলাকায় আইএসের এ ধরনের বোমা হামলার ঘটনা বিরল।
×