ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরিফ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলা শুরুর নির্দেশ

সুপ্রীমকোর্টে নওয়াজের রিভিউ পিটিশন খারিজ

প্রকাশিত: ০৪:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৭

সুপ্রীমকোর্টে নওয়াজের রিভিউ পিটিশন খারিজ

পাকিস্তানের সুপ্রীমকোর্ট শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পানামা পেপার্স মামলা পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দিয়েছে। একই সঙ্গে সুপ্রীমকোর্ট শরিফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছয় সপ্তাহের মধ্যে নিবন্ধন ও ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। ডন। সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর শুক্রবার বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বাধীন সুপ্রীমকোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চ শরিফ, তার দুই ছেলে হোসেন, হাসান, মেয়ে মরিয়ম, জামাতা (অব) ক্যাপ্টেন মোহাম্মদ সফদার ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের করা রিভিউ পিটিশন খারিজ করে দেয়। ২৮ জুলাই সুপ্রীমকোর্টের যে ঘোষণায় শরিফকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তার বিরুদ্ধে তারা রিভিউ আবেদন করেছিলেন। ২৮ জুলাই সুপ্রীমকোর্টের পাঁচ বিচারপতির আরেকটি বেঞ্চ শরিফকে অযোগ্য গোষণা করেছিল। ওই ঘোষণায় সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বিচারপতিরা বলেছিলেন, একজন পার্লামেন্ট সদস্যকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত হতে হবে। ওই ঘোষণার পর শরিফ সেদিনই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। প্রধানমন্ত্রী হওয়ার পরও ৬৭ বছর বয়সী শরিফ এই নিয়ে তিনবার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্ষমতাচ্যুত হন। বিচারপতি এজাজ আফজাল খান শুক্রবার সুপ্রীমকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের ওই রায়টি পড়ে শোনান। রিভিউ আবেদন নাকচ হওয়ার পর সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে উপস্থিত বিরাধী তেহরিক-ই-ইনসাফের বহু কর্মী ও সমর্থক উল্লাস করেন। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি শরিফের পতনকে স্বাগত জানিয়েছিল। বিচারপতি খান আরও বলেন যে একই কারণে সফদার ও দার পার্লামেন্ট সদস্য পদে (এমএনএ) থাকতে পারেন না। শরিফ ও তার ছেলেমেয়েদের বিরুদ্ধে দুর্নীতি মামলা শুরু করার জন্য শুক্রবার আদালত ন্যাশনাল এ্যাকাউন্ট্যাবিলিটি কোর্টকে নির্দেশ দেয়। সুপ্রীমকোর্ট তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছয় সপ্তাহের মধ্যে নিবন্ধন ও ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেয়। ১৯৯০ এর দশকে শরিফ দুই দফা প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দুর্নীতির মাধ্যমে লন্ডনে সম্পত্তি কেনেন বলে অভিযোগ উঠেছে। সন্তানদের নামে-বেনামে তিনি ওই কাজ করেন বলে গত বছর প্রকাশিত পানামা পেপার্স থেকে জানা যায়।
×