ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি ফ্রান্সের সহযোগিতা চাইলেন

প্রকাশিত: ০৮:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭

 রাষ্ট্রপতি ফ্রান্সের সহযোগিতা চাইলেন

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি এম আবদুল হামিদ রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের ওপর চাপ দিতে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন। ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত সোফেই অবার্ট বৃহস্পতিবার বঙ্গ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ সহযোগিতা কামনা করেন। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদীন রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বলেন, বাংলাদেশ জনবহুল দেশ হলেও মানবিক কারণে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়েছে। আমি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আপনার (ফ্রান্স) দেশের সহযোগিতা প্রত্যাশা করছি।
×