ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নিপীড়ন বন্ধ করতে হবে ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নিপীড়ন বন্ধ করতে হবে ॥ যুক্তরাষ্ট্র

বিডিনিউজ ॥ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। যুক্তরাজ্য সফরে থাকা টিলারসন বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ও পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে তিন সপ্তাহে চার লাখের মতো মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে হত্যা, ধর্ষণ ও ঘর পোড়ানোর কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, এই জনগোষ্ঠীর পাশে এখন বিশ্ববাসীকে দাঁড়াতে হবে। একটি জাতিগোষ্ঠী হিসেবে তাদের সঙ্গে কী আচরণ করা উচিত, সে কথা বলতে হবে। এই সহিংসতা বন্ধ করতে হবে, এই নির্মমতা বন্ধ করতে হবে।
×