ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিসর্গবিদ দ্বিজেন শর্মার জন্য রক্তের প্রয়োজন

প্রকাশিত: ০৮:০৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭

নিসর্গবিদ দ্বিজেন শর্মার জন্য রক্তের প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ নিসর্গবিদ দ্বিজেন শর্মাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধবার বিকেলে তাকে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রকৃতিবিষয়ক লেখক মোকাররম হোসেন। তিনি জানান, দ্বিজেন শর্মার নিয়মিত কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। এজন্য তার নিয়মিত ‘ও’ পজেটিভ রক্তের প্রয়োজন। আগ্রহী রক্তদাতাদের দ্বিজেন শর্মার স্ত্রী দেবী শর্মা (০১৭২০০৫৫৮৪২) এবং তার আত্মীয়া মৌমি শর্মার (০১৭৪৯১৭৪৩৮৭) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণে ভোগা ৮৮ বছর বয়সী দ্বিজেন শর্মাকে গত ২৩ জুলাই বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৯ জুলাই তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) নেয়া হয়।
×