ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সঙ্কট সমাধান সুচির হাতে ॥ ড. ইউনূস

প্রকাশিত: ০৮:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট সমাধান সুচির হাতে ॥ ড. ইউনূস

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্কট সমাধান করতে পারেন একমাত্র মিয়ানমারের নেত্রী আউং সান সুচি। তার ভাষায়, সুচি বর্তমানে ঘৃণার পরিবেশ দ্বারা আবদ্ধ হয়ে আছেন। এই সমস্যা সমাধানের চাবিকাঠি যেহেতু একমাত্র তারই হাতে, তাই তাকে এই পরিবেশ থেকে বের হয়ে এসে সঙ্কট সমাধানে ভূমিকা রাখতে হবে। খবর বিবিসির। তবে তিনি এও মনে করেন, হয়ত সুচিকে সামনে রেখে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে ড. ইউনূস বলেন, তিনি (আউং সান সুচি) মানবাধিকারের পক্ষে কথা বলেছেন। সেজন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। তাকে শান্তির দূত হিসেবে পূর্বের ভূমিকায় ফিরে যেতে হবে। আমার ধারণা, তার মধ্যে শান্তির বিষয়টি এখনও আছে, কিন্তু তিনি ঘৃণার পরিবেশ দ্বারা জড়িয়ে আছেন। তার মতে, ক্ষমতাসীন হওয়ার আগের সুচি এবং পরের সুচির মধ্যে বিস্তর ফারাক। সুচিকে উদ্দেশ করে ড. ইউনূস বলেন, আপনি ভেবে দেখুন, আপনি কে? আপনি কি এই ভূমিকা চালিয়ে যেতে চান? যদি সেটাই হয়, তাহলে আপনি অতীতে পুরো পৃথিবীকে ধোঁকা দিয়েছেন। নতুন করে রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইউনূস বলেছেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘে অনেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিলেও তাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
×