ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তদন্তের মুখে বিকাশের তিন হাজার এজেন্ট

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭

তদন্তের মুখে বিকাশের তিন হাজার এজেন্ট

বিডিনিউজ ॥ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের তিন হাজার এজেন্টের ‘অনিয়মিত’ লেনদেন তদন্ত করতে সিআইডিকে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বৃহস্পতিবার একথা জানান। তিনি বলেন, বিভিন্ন অনিয়মিত লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিকাশ লিমিটেডের প্রায় তিন হাজার এজেন্ট হিসাবের বিষয়ে তদন্ত করতে সিআইডিকে অনুরোধ করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে বিকাশ লিমিটেডের ২ হাজার ৮৮৭ এজেন্টের ‘অস্বাভাবিক লেনদেন’ তদন্ত করতে অনুরোধ সংবলিত একটি প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা এসব এজেন্টের লেনদেন তদন্ত করে দেখবেন।
×