ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৬:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ঝলক

হিলারির চুল কিনতে চাওয়ায়... সাবেক মার্কিন সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চুল নিয়ে ফেসবুকে দেয়া এক পোস্টের কারণে যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানির সাবেক প্রধান নির্বাহী মার্টিন শ্ক্রেলির জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এক বিচারক। ‘ফার্মা ব্রো’ নামে পরিচিত শ্ক্রেলি শেয়ার প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হয়ে শাস্তির অপেক্ষায় আছেন। ২০১৫ সালে গ্রেফতার হওয়ার পর থেকে ৫০ লাখ ডলারের বিনিময়ে জামিনে ছিলেন ৩৪ বছর বয়সী এই সাবেক সিইও। বুধবার বিচারক কিয়ো মাতসুমোতো জানান, শ্ক্রেলি এক ফেসবুক পোস্টে হিলারির একগোছা চুলের বিনিময়ে পাঁচ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিলেন, এর মাধ্যমে তিনি নিজেকে সর্বসাধারণের জন্য বিপজ্জনক প্রমাণ করেছেন। শ্ক্রেলির এই পোস্ট ‘কথা বলার স্বাধীনতা’ বিষয়ক আইনের সুরক্ষার আওতার বাইরে বলে যুক্তি দেখান বিচারক। জামিন বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শ্ক্রেলের আইনজীবী বেনজামিন ব্রাফম্যান। ‘আমাদের বিশ্বাস আদালত ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন। তারপরও তিনি বিচারক, আর এখন তার দেয়া সিদ্ধান্তই মেনে চলতে হবে, বলেন তিনি। হিলারি নিজের লেখা একটি বই নিয়ে প্রচারণা সফর শুরু করার কিছুক্ষণ আগে ৪ সেপ্টেম্বর জামিনে থাকা অবস্থায় শ্ক্রেলি হিলারির চুল নিয়ে ওই পোস্টটি দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারীদের সঙ্গে নিয়মিত বিবাদে জড়িয়ে পড়া শ্ক্রেলি বিচার চলার সময় নিজের ওই ফেসবুক পোস্টটিকে ‘ব্যাঙ্গাত্মকধর্মী’ দাবি করে পোস্টটি পরে সরিয়ে ফেলেছেন বলে জানান। ডিএনএ সিকোয়েন্সিংয়ের জন্য হিলারির চুলের গোছা চেয়েছিলেন বলেও দাবি করেন তিনি।-বিবিসি অনলাইন গবেষণাপত্র বাঁচাতে জীবনে ঝুঁকি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে স্নাতকোত্তরের এক শিক্ষার্থী ব্যাগে করে তার গবেষণাপত্রটি নিয়ে যাচ্ছিলেন। তখন ডাকাতরা হামলা করে বসে। তার হাতে এটাই ছিল একমাত্র অনুলিপি। কাজেই ছাব্বিশ বছরের নক্সোলো টুসি নামের ওই শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেন। তিনি বলেন, ‘আমি কোনভাবেই তাদের হাতে এটি ছেড়ে দিতে পারি না। কারণ আমার হাতে অন্য কোন অনুলিপি ছিল না।’ এটি জমা দিলেই শেষ হবে তার স্নাতকোত্তর পর্বের পড়াশুনা। আর তাই সেটি বাঁচাতে লড়তে হয়েছে ডাকাতের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি সার্ভিসের চিকিৎসা বিজ্ঞানী টুসি। আণবিক প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের শেষ পর্যায়ে আছেন। গবেষণাপত্র তৈরির কাজও গুছিয়ে এনেছেন। তবে এমন সময়ই ছিনতাইকারীর কবলে পড়ে সেটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন টুসি। দুপুরের খাবারের ব্যাগেই ছিল গবেষণাপত্রটি। হঠাৎ একটি গাড়িতে করে এসে তার পথ আটকায় দুই ডাকাত। তারা হাতিয়ে নেয়ার চেষ্টা করে তার ব্যাগটি। একপর্যায়ে আগ্নেয়াস্ত্রের নল চেপে ধরা হয় টুসির মাথায়, তাকে গাড়িতে তোলার চেষ্টাও করে দুর্বৃত্তরা। এত কিছুর পরও হাতের ব্যাগটি ছাড়েননি তিনি। একপর্যায়ে হাল ছেড়ে দেয় দুই ডাকাত। আবার গাড়িতে উঠে ওই জায়গা থেকে সরে যায় তারা। আর পুরো ঘটনাটি ভিডিও হয়ে যায় রাস্তায় থাকা ক্যামেরায়। টুসি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, কাজটা ঝুঁকিপূর্ণ ছিল। এ ধরনের কাজ করা সব সময় ঠিক না। তিনি আরও বলেন, ‘আমি আমার মাস্টার্স নিয়ে ভাবছিলাম। আমার গবেষণার কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। এ সময় আমি এটা হারাতে চাইনি।’-বিবিসি অনলাইন
×