ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবষেনা

প্রকাশিত: ০৫:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭

নতুন গবষেনা

পিয়ানো বাজাবে রোবট! মানুষের মতো বসে পিয়ানোতে সুমধুর সুর তুলতে পারে ‘টিওট্রনিকো’। সুরের তালে মাথা নাড়িয়ে হাসতেও পারে। চীনের পেইচিংয়ে শুরু হওয়া পাঁচ দিনের ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে’ দেখা মিলেছে রোবটটির। সূত্র : ডেইলি মেইল ফোল্ডেবল সিলিকন কি-বোর্ড ভ্রমণের সময় ব্যাগের ভেতর কি-বোর্ড নিয়ে চলাফেরা বেশ ঝামেলাই বটে। ‘সাংউই ফোল্ডেবল সিলিকন কি-বোর্ড’ নামের পানিরোধক কি-বোর্ডটি দিব্যি ভাঁজ করে বা মুড়িয়ে ব্যাগে ভরা যাবে। ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনে ব্যবহার উপযোগী ইউএসবি সুবিধার কি-বোর্ডটির দাম ২০ ডলার। সূত্র: ডেইলি মিরর চামড়া ও কাঠে লেজার প্রিন্ট এক মিনিটের মধ্যেই কাগজ থেকে শুরু করে চামড়া ও কাঠে লেজার প্রিন্ট করতে পারে এ্যাপ নিয়ন্ত্রিত কিউবিও। বাড়তি কোন ঝামেলাও নেই, ডিজাইন নির্দিষ্ট করে এসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটিতে প্রবেশ করিয়ে দিলেই থ্রিডি প্রিন্টারের আদলে নির্দিষ্ট ডিজাইন প্রিন্ট করা যাবে। সূত্র: বিবিসি
×