ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পান্ডার জন্য গণশোক

প্রকাশিত: ০৫:১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৭

পান্ডার জন্য গণশোক

বিশ্বের সবচেয়ে বয়স্ক পোষা পান্ডার মৃত্যু হয়েছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজুতে পান্ডাটি মারা যায়। বাসি নামের ওই পান্ডাটির বয়স হয়েছিল ৩৭ বছর। গত এক শ’ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি বয়স পাওয়া পোষা পান্ডা। বাসির মৃত্যুতে গণশোকের আয়োজন করা হয়েছে। বেশি বয়সের দিক থেকে এটি সমগোত্রীয় সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। পান্ডটিকে চীনের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। -মেইল অনলাইন অরগানিক ব্যাটারি উদ্ভাবন আয়ারল্যান্ডের বেলফাস্টের কুইন’স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন এক ধরনের নমনীয় অরগানিক ব্যাটারি উদ্ভাবন করেছেন। সাধারণত প্রাকৃতিক ও মৌলিক পলিমার দিয়ে বানানো হয় অরগানিক ব্যাটারি। ধাতু দিয়ে তৈরি ব্যাটারির চেয়ে এটি বেশ পরিবেশবান্ধব। পেসমেকারসহ বিভিন্ন ডিভাইসে ধাতুর ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এতে অনেক সমস্যা তৈরি হয়। যা থেকে এখন নিষ্কৃতি পাওয়া যাবে। -বিবিসি
×